মেধাবী ভারতীয় পড়ুয়ারা চাকরি পাবেন আমেরিকাতেই ! বড় ঘোষণা ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন ‘গোল্ড কার্ড’ (Gold Card) প্রকল্পের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার এই প্রকল্পের আওতায় মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ভারতীয় স্নাতকদের (Indian students) চাকরিতে নিয়োগ করতে পারবে আমেরিকান সংস্থাগুলি। আমেরিকার বড় বড় সংস্থাগুলি গোল্ড কার্ড কিনে মেধাবী পড়ুয়াদের দেশে রাখতে পারবে। শুধু ভারত নয়, অন্যান্য দেশের মেধাবী পড়ুয়াও এই সুবিধা পেতে পারবেন।

আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে

বুধবার প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে ‘গোল্ড কার্ড’ সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প জানান, প্রচলিত অভিবাসন নীতির ফলে আমেরিকায় উপেক্ষিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিভা। যার ফলে আমেরিকায় থাকতে বা কাজ করতে পারছেন না তাঁরা। আমেরিকায় পড়াশোনার পরেও বাধ্য হয়ে নিজেদের দেশে ফিরে যেতে হচ্ছে তাঁদের। কিন্তু আমেরিকান সংস্থাগুলি ‘গোল্ড কার্ড’ প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রী যারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন, তাঁদের নির্দ্বিধায় নিয়োগ করতে পারবে।

ট্রাম্প বলেন, ‘ভারত, চিন, জাপান, বিভিন্ন দেশ থেকে আমেরিকায় পড়তে আসেন ছাত্রছাত্রীরা। হার্ভার্ড বা অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়ে পড়ার পর চাকরির প্রস্তাব পান তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। কারণ ওই সংস্থার কর্তৃপক্ষ জানেনই না যে সেই ছাত্রছাত্রী দেশে থাকতে পারবেন কিনা। কিন্তু আমি চাই তাঁরা দেশেই থাকুক।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে, প্রচলিত অভিবাসন নীতির ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী আমেরিকা ছেড়ে নিজেদের দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। আর দেশে ফিরে বড় সংস্থা তৈরি করে হাজার হাজার লোককে নিয়োগ করছেন। এতে অর্থনৈতিক লাভের সুযোগ হাতছাড়া হচ্ছে আমেরিকারই।

আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও

প্রসঙ্গত, পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা) খরচ করলেই মিলবে ‘গোল্ড কার্ড। মূলত এটিকে দেশের ঋণ পরিশোধের জন্য অর্থ সংগ্রহের একটি হাতিয়ার হিসেবে দেখেছেন ট্রাম্প। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনীরা এই কার্ড কিনে আমেরিকায় আসতে পারবেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন