Bangla News Dunia, Pallab : লিউকোরিয়া বা সাদা স্রাব মহিলাদের একটি বিরাট সমস্যা , যার স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসায় আছে দেখুন ওষুধ সম্পর্কে —-
লিউকোরিয়া: স্রাব তরল জলবৎ, যেখানে স্রাব লাগে সেখানে জ্বালা করে, উত্তেজনা ও ক্ষত হয় নেট্রাম মিউর।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
লিউকোরিয়া: শ্বেতপ্রদর পীড়ায় স্রাব অগুলালাবৎ হলে। রক্তহীন বা দুর্বল স্ত্রীলোকদের শ্বেতপ্রদর পীড়া। শ্বেতপ্রদরের স্রাব সাদা খড়ি গুঁড়ার মত হলে কেলি ফস সহ ক্যাল ফস ৩x।
সন্তানকে অনেকদিন পর্যন্ত স্তন্য দেওয়ার জন্য দুর্বলতাবশতঃ শ্বেতপ্রদর হলে ক্যাল ফস ৬x, ১২x, ৩০x।
লিউকোরিয়া: স্রাব তীক্ষ্ণ জ্বালাকর, যেখানে লাগে সেখানে ক্ষত হয়, জ্বালাকর কেলি ফস (নেট্রাম মিউর)।
লিউকোরিয়া: স্রাব হরিদ্রা বা সবুজবর্ণ, পিচ্ছিল জলবৎ স্রাব কেলি সালফ ১২x।