Bangla News Dunia, Pallab : সন্তানের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত করতে সমস্ত বাবা-মা চায়। তবে অনেকেই অর্থাভাবে তা করতে পারে না। তবে পড়াশোনা বা বিয়ের খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না। আসলে ব্যাংকে টাকা রাখলে সুদের হার খুবই কম, বাজারে বিনিয়োগ করলেও ঝুঁকি থাকে। আর সেই জায়গাতেই এক অসাধারণ স্কিম রয়েছে—সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSJ Scheme)।
আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন
জানা গিয়েছে, এই স্কিমে আপনি যদি মাত্র ১৫ বছর নিয়মিত টাকা জমান, তাহলে মেয়ের বয়স ২১ বছর হলেই আপনি ৭১ লক্ষ টাকার বেশি হাতে পাবেন। তবে কীভাবে? চলুন বিষয়টা আজকের প্রতিবেদনে পুরো জানিয়ে দিচ্ছি।
কোটি কোটি অভিভাবককে নির্ভরতা এই স্কিম
২০১৫ সালের জানুয়ারি মাসে “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া এই প্রকল্পটি ইতিমধ্যেই গোটা দেশের লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যতের কারিগর হয়ে দাঁড়িয়েছে।
একটি রিপোর্ট বলছে, ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৪.১ কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর যা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ঠিক কতটা আস্থা অর্জন করেছে।
সুদের হার শুনলে চমকে উঠবেন
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। বর্তমানে ৮.২% হারে সুদ মিলছে, যা অন্য কোনও সঞ্চয় প্রকল্পে কল্পনাও করা যায় না। আর এটি এতটাই শক্তিশালী স্কিম, যে আপনি যদি বছরে ১.৫ লক্ষ টাকা করে ১৫ বছর জমা রাখেন, তাহলে মেয়ের ২১ বছর পৌঁছনোর পরে হাতে পাবেন ৭১,৮২,১১৯ টাকা।
এক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ দাঁড়াবে ২২,৫০,০০০ টাকা। আর সুদ থেকেই আপনি আয় করতে পারবেন ৪৯,৩২,১১৯ টাকা। অর্থাৎ, মেয়াদ পূর্তিতে আপনার হাতে ঢুকবে ৭১,৮২,১১৯ টাকা, যা সম্পূর্ণ করমুক্ত।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর