মেষ রাশির ২১ থেকে ২৭ ডিসেম্বর এই সপ্তাহ কেমন কাটবে জানুন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- এই সপ্তায় এই রাশির লোকেদের অফিসের কাজের চাপ বৃদ্ধি পাবে। এই সপ্তার মাঝামাঝি ব্যবসায় কিছু পরিবর্তন দেখতে পাবেন। পড়াশুনোয় খারাপ কিছু হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই – বোনেদের সাথে আলোচনা। যারা জমি কেনা বেচার সাথে যুক্ত তাদের প্রচুর লাভ হতে পারে এই সপ্তায়।

এই সময় টিউমার জাতীয় রোগ হতে পারে। এই সপ্তায় চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই সপ্তায় ভালো আর্থিক সুযোগ হাতছাড়া হতে পারে। এই সপ্তায় স্ত্রীর সাথে ঝামেলার ফলে মানষিক চাপ আসবে। আপনার মিষ্টি কথার কারণে ব্যবসায় সুবিধা পাবেন।

আরো  পড়ুন :- আপনার সময় খারাপ যাচ্ছে ? সুদিন ফেরাতে মানুন কিছু নিয়ম

—————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান করাতে অতি অবশ্যই যোগাযোগ করুন…..

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া।।
(নিজ বাসভবনে)

মোবাইল :- 9093476035.
8906174912.
৫ দিন আগে নাম বুকিং করা আবশ্যক।।
অগ্রিম নাম বুকিং করার সময় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন