মেষ রাশির ২৮ শে জুন থেকে ৪ ঠা জুলাই এই সপ্তাহ কেমন কাটবে জানুন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , সৌরভ দে :- পরিবারের লোকের সাথে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। লটারি বা ফটকা কোনো টাকা পেতে পারেন। নিজের প্রিয় ব্যাক্তির শরীর খারাপ থাকার জন্য মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের কারণে পরিবারের বিবাদ দেখা দিতে পারে। শত্রূর ব্যাপারে কোনো ব্যবস্থা নেবার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন।

এই সপ্তায় শত্রূর প্রস্তাবে সায় দিতে পারেন , তাতে ভালো ফল পেতে পারেন , তবে অবশই সাবধান। ঠান্ডার কারণে টনসিলের সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহটি আপনার আর্থিক দিক ভালো মন্দ দুটোই থাকবে। কাজের জন্য অনেক দূরে যেতে হতে পারে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন