মেষ রাশির ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর এই সপ্তাহ কেমন কাটবে জানুন !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- কোনো মানুষকে উপকার করার জন্য হেনেস্তা হতে পারেন। স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো কারণে বিবাদ বাঁধতে পারে। বন্ধুদের কারণে কোনো বড় ভুল শুধরে নিতে পারবেন। এই সপ্তায় ছোটোখাটো কোনো আঘাত লাগতে পারে। এই সপ্তায় জমি কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। কাজের জন্য পরিবারকে নিয়ে দূরে যেতে হতে পারে।

এই সপ্তাহে বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা হতে পারে। এই সপ্তায় আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী হন। এই সপ্তায় বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। অফিসের কাজে জটিলতা বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর সাথে অশান্তির আশঙ্কা।

————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন ও জটিল সমস্যার সমাধান করাতে আজই যোগাযোগ করুন…..

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা, বটতলা স্টপেজ, নদীয়া(নিজ বাসভবনে)।।

মোবাইল :- 9093476035 , 8906174912

সরাসরি ফোনে কথা বলতে ফোন করুন প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টার মধ্যে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন