Bangla News Dunia, দীনেশ : ভারত এবার ইতিহাস গড়তে চলেছে। খুব শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, আগামী কয়েক বছরের মধ্যে ভারত অর্থনৈতিক দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে হয়তো সেই সময় আসতে আর বেশি দেরি নেই।
কীভাবে ভারতে এগিয়ে যাচ্ছে?
বর্তমান সময়ে বিশ্বের অর্থনীতির দিক থেকে পঞ্চম বৃহত্তম দেশ ভারত। ভারতের মোট সম্পদের পরিমাণ 4.27 ট্রিলিয়ন ডলার। আমাদের থেকে সামান্য এগিয়ে রয়েছে জাপান, যাদের সম্পদের পরিমাণ 4.39 ট্রিলিয়ন ডলার। এছাড়া জার্মানির সম্পদের পরিমাণ 4.92 ট্রিলিয়ন ডলার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত যেভাবে এগোচ্ছে তাতে এই দুই দেশকে পেছনে ফেলতে আর বেশিদিন সময় লাগবে না।
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি
কেন ভারতের সামনে সুযোগ?
জার্মানির অর্থনৈতিক গতি কয়েক বছর ধরেই সংকুচিত হয়ে যাচ্ছে। 2023 সালে তাদের জিডিপি কমেছিল 0.3%, 2024 সালে কমেছিল 0.2%। 2025 সালেও একই ধারা বজায় থাকবে বলেই অনুমান করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে জাপানের অর্থনীতি খুব ধীরগতিতে বাড়ছে, যা ভারতকে এগিয়ে যাওয়ার পথ খুলে দিয়েছে।
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
আইএমএফ-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, 2019 সালের মধ্যেই ভারত 6.44 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে এবং ভারত দ্বিতীয় স্থানে উঠে আসবে। তবে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে অর্থনীতিবিদরা ধারণা করছে, এই পরিবর্তন আরও দ্রুত হতে পারে। 2025 সালে ভারত জার্মানিকে টপকে যেতে পারে বলে অনুমান করছে তারা।
আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা
ভারতের উন্নতির পিছনে কী কারন রয়েছে?
ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে মূল কারণগুলি হল-
- উচ্চ জিডিপি বৃদ্ধি- ভারতের অর্থনীতি 6.5% হারে বৃদ্ধি পাচ্ছে, যেখানে জাপানে মাত্র 1.1% হারে বাড়ছে।
- উন্নয়নমুখী প্রকল্প- ভারতের অবকাঠামো, প্রযুক্তির বিকাশ আরো অগ্রগতিকে ত্বরান্বিত করছে।
- বিশ্বব্যাপী বিনিয়োগ- বহুজাগতিক সংস্থাগুলি ভারতের প্রচুর বিনিয়োগ করছে, যা এই দেশকে আরো শক্তিশালী করে তুলছে।
যদি এই গতিতে ভারতে এগিয়ে চলে তাহলে হয়তো আগামী দুই-তিন বছরের মধ্যেই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম ধনী দেশ হয়ে যাব। এটা শুধু ভারতের জন্য নয়, বরং সমস্ত ভারতীয়দের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।
আরও পড়ুন : ‘ধৈর্য ধরুন, দেশে ফিরেই বিচার করব’, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন হাসিনা