মোদীর প্রশংসা ! কংগ্রেসে বিদ্রোহ ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেরালার পিনারাই বিজয়নের বাম সরকারের প্রশংসা করে দলের মধ্যে তীব্র সমালোচনা মুখে পড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই পরিস্থিতিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি), আরও এক বোমা ফাটালেন তিনি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর মালয়ালাম পডকাস্টে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলের জন্য তিনি আছেন। তবে যদি দল তাঁকে না চায় তবে তার কাছে অন্য ‘বিকল্প’ রয়েছে। তাহলে কি সিপিআইএম বা বিজেপি-তে যোগ দেওয়ার কথা ভাবছেন তিরুবনন্তপুরমের সাংসদ?

আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন

না, দল পাল্টানোর গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। শশী জানিয়েছেন, দলের সঙ্গে মতপার্থক্য হলেও তিনি দল পাল্টানোয় বিশ্বাসী নন। তিনি জানিয়েছেন, অন্য বিকল্প বলতে তাঁর বই লেখা, বক্তৃতা দেওয়ার কথা বোঝাতে চেয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণপত্র আসে আমার কাছে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি আমেরিকায় এক ‘আরামদায়ক’ জীবনযাপন করতে পারতেন। কিন্তু, সনিয়া গান্ধী, মনমোহন সিং এবং কেরালার কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালাদের মতো সিনিয়র কংগ্রেস নেতাদের অনুরোধেই তিনি সেই জীবন ছেড়ে ভারতে ফিরে এসে রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন