মোদী-ট্রাম্পের যুগল বন্দী ! চাপে ইউনূস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় ভোটারদের উৎসাহ দেওয়ার অনুদান বন্ধ করল আমেরিকা। বিশ্বের নানা প্রান্তে নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে ৪৮৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। তার মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল ২১ মিলিয়ন ডলার। সেই অনুদান বন্ধ করছে মার্কিন প্রশাসন। উল্লেখ্য, আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরেই প্রকাশ্যে এল মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ।

আরও পড়ুন : স্মার্টফোন চুরি হয়ে গেলে প্রথমেই কী করা উচিত? জেনে নিন

বিষয়টি ঠিক কী? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির তরফে রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। উল্লেখ্য, এই দপ্তরের শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। ওই পোস্টে জানানো হয়, আমেরিকা সরকারের খরচে কাটছাঁট করতে বেশ কিছু অনুদান বন্ধ করা হচ্ছে। বিশ্বের নানা দেশে কোন প্রকল্পগুলি বন্ধ হবে, তার তালিকাও দেওয়া হয়েছে ওই পোস্টে। সেখানেই দেখা যাচ্ছে, ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১৮২ কোটি টাকা।

আরও পড়ুন : মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের ! জারি বিজ্ঞপ্তি

কেবল ভারত নয়, বাংলাদেশ-নেপালের মতো আরও নানা দেশের অনুদানও বন্ধ করে দিয়েছে মাস্কের দপ্তর। বিশ্বজুড়ে লিঙ্গসমতা, গণতন্ত্র, নারী ক্ষমতায়নের খাতে বরাদ্দেও কাঁচি চালানো হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন