Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মোদী ভরসায় ভোট জয়ের আশায় ট্রাম্প। শিয়রে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। করোনা আবহে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাকে চ্যালেঞ্জ দিতে তৈরী ডেমোক্রাট প্রাথী জো-বিডেন। ভোট বৈতরণী পার করতে মার্কিন মুলুকে প্রবাসী ২০ লক্ষের বেশি ভারতীয় ভোটারদের মন জয় করতে ট্রাম্পের নির্বাচনী কৌশলে ভিডিও জারি করে বিজ্ঞাপন এলো। সেই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেক্সাসে ‘ হাউডি মোদী’ প্রোগ্রামে ভাষণ আর ডোনাল্ড ট্রাম্পের আহমেদাবাদের ঐতিহাসিক নমস্তে ট্রাম্পে ভাষণের ক্লিপ রয়েছে।
এখানে আমেরিকার সাথে ভারতের সুসম্পর্ক আছে আর এই নেতাকে ভারতীয়-আমেরিকানরা সমর্থন করে। সেটাই সামনে আনার জোর চেষ্টা ট্রাম্প শিবিরের। ট্রাম্পের ভোট প্রচার অভিযানের নেতৃত্ব করা তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। সেক্ষেত্রে ট্রাম্পের ভোট প্রচার অভিযানের ভিডিও ক্লিপ নিমিষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ট্রাম্পের নির্বাচনী প্রচারে সেই ১০৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের দৃশ্যের সাথে শুরু হয়। যা হয়তো জয় করবে ২০ লক্ষের বেশি ভারতীয় ভোটারদের মন।
আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের অনেক প্রশংসা করেন। ডোনাল্ড ট্রাম্প ভিক্ট্রি ইন্দো-আমেরিকান আর্থিক কমিটির সহ-সভাপতি আল মেসন এই ভিডিও প্রচারের রুপরেখা তৈরি করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয়-আমেরিকানদের মধ্যে খুবই জনপ্রিয় নেতা। ২০১৫ সালে ম্যাডিসন স্কয়ারে তার ঐতিহাসিক বক্তব্য তারপর ক্যালির্ফোর্ণিয়াতে সিলিকন ভ্যালিতে ওনার সম্বোধন ঐতিহাসিক ছিল। করোনা আবহে ভোট মরসুমে মার্কিন রাট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভোটে জয়লাভ করার জন্য নরেন্দ্র মোদীর সাথে ওনার ভালো সম্পর্ক দেখিয়ে প্রবাসী ভারতীয় ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
Highlights
1. মোদী ভরসায় ভোট জয়ের আশায় ট্রাম্প
2. চ্যালেঞ্জ দিতে তৈরী ডেমোক্রাট প্রাথী জো-বিডেন
#ট্রাম্প #জো-বিডেন #MODI #Vote