Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন স্মার্টফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বলা যেতে পারে। তাই স্বাভাবিকভাবেই অসাবধানতাবশত মোবাইলে জল ঢুকে গেলে, তা বেশ বড়সড় সমস্যা বইকি। অনেকেই ফোন জলে পড়ে গেলে হঠাৎ খুব আতঙ্কিত হয়ে যান। ভুলভাল কাজ করে মোবাইলের আরও ক্ষতি করেন। তাই জেনে নিন মোবাইলে জল ঢুকে গেলে কী করবেন এবং কী করবেন না।
মোবাইলে জল ঢুকে গেলে প্রথমেই যা করবেন
১. মোবাইল বন্ধ করুন – ফোনে জল ঢুকে গেলে প্রথমেই সেটি বন্ধ করে দিন। এতে শর্ট সার্কিট হওয়ার আশঙ্কা কমবে।
২. ব্যাটারি, সিম, মেমোরি কার্ড খুলে ফেলুন – যদি আপনার ফোনের ব্যাটারি খুলতে পারেন, তাহলে সেটি সরিয়ে ফেলুন। একই সঙ্গে সিম ও মেমোরি কার্ড বের করে শুকনো স্থানে রাখুন।
3. মোবাইল শুকনো কাপড় দিয়ে মুছুন – একটি পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে মোবাইলের বাইরের অংশ মুছে নিন। তবে বেশি জোরে না ঘষে আলতো করে মুছুন।
4. ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন – যদি সম্ভব হয়, তাহলে হালকা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফোনের জল টেনে বের করার চেষ্টা করুন।
5. চাল বা সিলিকা জেলে রাখুন – মোবাইলকে চালের পাত্রে বা সিলিকা জেলের মধ্যে রেখে দিন অন্তত ২৪-৪৮ ঘণ্টার জন্য। চাল বা সিলিকা জল শোষণ করে ফোন দ্রুত শুকোতে সাহায্য করবে।
আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন
যে ভুলগুলো করা উচিত নয়
১. ফোন অন করা যাবে না – ফোন শুকানোর আগেই চালু করার চেষ্টা করলে এটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে।
২. হেয়ার ড্রায়ার বা গরম কিছু ব্যবহার করবেন না – অনেকে ভাবেন হেয়ার ড্রায়ার দিয়ে মোবাইল শুকিয়ে নিলে জল দ্রুত বেরিয়ে যাবে। কিন্তু এটি মোবাইলের সার্কিটের ক্ষতি করতে পারে।
3. ফোন ঝাঁকাবেন না – জল বের করার জন্য ফোন ঝাঁকালে জল ভেতরের আরও গভীরে চলে যেতে পারে।
সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন?
যদি ৪৮ ঘণ্টা পরেও ফোন চালু না হয়, তাহলে নিকটবর্তী সার্ভিস সেন্টারে নিয়ে যান। বিশেষজ্ঞরা ফোন খুলে জল বের করে দেবেন এবং প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেবেন।
মনে রাখবেন
মোবাইলে জল ঢুকলে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে উপরের ধাপগুলো অনুসরণ করুন। ভুল পদক্ষেপ নিলে ফোন স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই দ্রুত ও সঠিক উপায়ে মোবাইল শুকিয়ে নিন এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন