মোবাইল আপডেট না করলেই হাতছাড়া হবে ২০০০ টাকা ! দেখুন নয়া আপডেট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) বহু প্রতীক্ষিত ২০ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে শুধুমাত্র নাম নিবন্ধিত থাকলেই হবে না, বরং এই কিস্তির টাকা পেতে গেলে মোবাইল নম্বর আপডেট করতে হবে। নাহলেই মিস হতে পারে ২০ তম কিস্তি।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা মূলত এমন একটি প্রকল্প, যা কোটি কোটি কৃষকদের মুখে হাসি ফুটিয়ে প্রতি বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। আর ২০২৫ সালের জুলাই মাসে এই প্রকল্পের ২০ তম কিস্তি আসতে চলেছে, যার মাধ্যমে কৃষকরা তাদের ব্যাঙ্ক একাউন্টে ২০০০ টাকা করে পাবে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা

বলে রাখি, ২০১৯ সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল এবং কৃষকদের বছরে তিনটি কিস্তিতে এই প্রকল্পের আওতায় অর্থ দেওয়া হয়। সাধারণভাবে ফেব্রুয়ারি মাস, জুন মাস এবং অক্টোবর মাসে টাকা ঢোকে। শেষবার ১৯ তম কিস্তি এসেছিল ফেব্রুয়ারি মাসে। আর এবার জুন মাস পার হয়ে গেলেও টাকা ঢোকেনি। তবে বেশ কিছু সূত্র বলছে, জুলাই মাসের প্রথমেই প্রধানমন্ত্রী হাত ধরে ২০ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। 

তবে অনেকেই হয়তো জানে না যে, মোবাইল নম্বর যদি বন্ধ থাকে বা পরিবর্তিত বা ভুল হয়ে যায়, তাহলে কিস্তির টাকা আটকে যেতে পারে। এমনকি নোটিফিকেশন, ওটিপি, স্ট্যাটাস জানার আপডেট, সবকিছু এই নম্বরের উপরে নির্ভর করে।

কীভাবে মোবাইল নম্বর আপডেট করবেন?

পিএম কিষান যোজনার মোবাইল নম্বর আপডেট করতে গেলে অবশ্যই নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে (https://pmkisan.gov.in) ভিজিট করুন। 
  • এরপর ‘Update Mobile Number’ অপশনটিকে সিলেক্ট করুন।
  • এরপর রেজিস্ট্রেশন করুন বা আধার নম্বর ইনপুট করুন। 
  • এবার ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন।
  • এরপর প্রোফাইলে গিয়ে নিজের নতুন নাম্বার আপডেট করুন। 
  • আপডেটের পর নতুন নম্বরে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিন। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন