মোবাইল দিয়ে ছবি আপলোড করে ₹৫০০–₹৭০০ আয় দৈনিক, সহজ কাজ সকলেই পারবে

By Bangla News Dunia Dinesh

Published on:

আমাদের দেশে মোবাইল ফোন শুধু ক্যামেরা ও যোগাযোগের জন্য ব্যবসার হয়না নয়, এটি হতে পারে আয় করার দারুণ উপায়ও। বর্তমানে ছবি তুলতে ভালোবাসে না এমন লোকের খুবই অভাব, তাই ছবি তুলতে ভালো লাগলে, তাই একটু মন দিয়েই কাজ করেন, তাহলে শুধুমাত্র মোবাইল ক্যামেরা ও ইন্টারনেট এর মাধ্যমে ছবি আপলোড করে প্রতিদিন প্রায় ₹৫০০–₹৭০০-এর মধ্যে আয় করা সম্ভব। 

আপনি যদি এমন কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন না কেনো, এই কাজ করতে পারবেন এবং অতিরিক্ত পকেট মানি ঘরে আসবে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক

ছবির বাজার: স্টক ফটো ওয়েবসাইট গুলোর গুরুত্ব

বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ব্যবহারকারীরা ছবি আপলোড করে আয় করছেন এবং যাঁরা ছবিগুলো ব্যবহার করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাঁরা টাকা দিয়ে ছবিগুলো কিনে থাকে। এরূপ ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম হলো Shutterstock, Adobe Stock, Getty Images, iStock ইত্যাদি। এসব সাইটে Contributors Account তৈরি করতে হবে এবং চাহিদা অনুযায়ী ছবি আপলোড করা করতে হবে। যখন কোনো ব্যক্তি আপনার ছবি ডাউনলোড করবেন, তখন আপনি রয়েলটিও পাবেন। বর্তমানে এই পদ্ধতি অনেকেই ব্যবহার করা শুরু করেছেন কারণ এজন্য বড় স্টুডিও, ব্যতিক্রমী ক্যামেরা বা বিশাল পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না।

কীভাবে শুরু করবেন — ধাপ ধাপে পরিকল্পনা

১) প্রথম ধাপ হবে একটি স্টক ফটো ওয়েবসাইট সিলেক্ট করা। উদাহরণস্বরূপ, Shutterstock-এর মতো একটি বিশ্বস্ত সাইট বেছে নিতে পারেন বা আপনার পছন্দ মতো।

২) Contributor বা কনট্রিবিউটর হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণত নাম, ইমেইল, ব্যাংক বা পেমেন্ট মাধ্যমের তথ্য পূরণ করতে হবে।

৩) আপনার মোবাইল দিয়েই ছবি তুলতে পারেন। প্রাথমিকভাবে এমন বিষয় নির্বাচন করতে হবে যা দৃশ্যমান, পরিচিত এবং মানুষের নজরে আসে —যেমন- প্রকৃতি, বাজারের দৃশ্যপট, রাস্তাঘাট, উৎসব, খাবার, দেশজুড়ুর গ্রাম-শহরের জীবনযাপন ইত্যাদি।

৪) ছবিগুলো সাবমিট করার আগে খেয়াল রাখবেন—ছবি যেন পরিষ্কার দেখা যায়, আলো ভালো থাকে, ফোকাস ঠিক থাকে এবং ফাইল সাইজ নির্দেশিত মাপের মধ্যে করতে হবে ।

৫) ছবির নাম, ট্যাগ বা শিরোনাম যতটা সম্ভব সঠিক ও উপযুক্ত শব্দ দিয়ে দিতে হবে।  কারণ ক্রেতারা ট্যাগ বা সার্চ শব্দের ভিত্তিতে ছবি খুঁজেন; ভুল বা সাধারণ শব্দ ব্যবহার করলে ছবির দেখা যাবেনা।

৬) একবার ছবি অনুমোদিত হলে আপলোড শুরু করে দিন—প্রতি দিন বা প্রতি সপ্তাহে একটি করে ছবি আপলোড করলেই পোর্টফোলিও বড় হতে থাকবে।

কতটা আয় করা সম্ভব — বাস্তব উদাহরণ ও অভিজ্ঞতা

রয়েলটি ও চাহিদার ভিত্তিতে আয় পরিবর্তিত হয়। ধরুন, আপনি প্রতি দিন ১০টি ছবি আপলোড করলেন এবং প্রতি ছবির গড়ে একটি বা দুইটি পছন্দ বা নিচ্ছে । এখন যদি প্রতিটি ডাউনলোডের জন্য আপনার একটু সামান্য রয়েলটি থাকছে, তাহলে ১০–২৫টি ডাউনলোডের পর আয় হবে প্রায় ₹১৫০–₹৫০০ বা তার বেশি।

মাসের শেষে যদি আপনার পোর্টফোলিও শক্তিশালী হয়ে দাড়াই এবং ডাউনলোড সংখ্যা বেড়ে যায়, তাহলে প্রতিদিন ₹৫০০–₹৭০০ কমাই করা অসম্ভব কিছু নয় । এমনকি কিছু সাইট প্রতি উইকে বা মাসে পেমেন্ট মেথড অনুযায়ী অপেক্ষাকৃত বড় রাশি দিতে পারে।

ছবি বাছাই—কোন ধরনের ছবি বেচবে বেশি?

মনে রাখতে হবে ছবি যেন ইউনিক হয়—অন্যদের মতো না, একটি আলাদা দৃষ্টি থেকে থাকে। নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • স্নিগ্ধ আলো: সকাল বা সন্ধ্যার সময় আলো ভালো হয়ে থাকে ; harsh midday আলো এড়িয়ে চলাই ভালো।
  • বিষয়বস্তু: গ্রাম, শহর, খাবার, উৎসব, লোকাল ট্র্যাডিশন বা সাংস্কৃতিক দৃশ্য, প্রকৃতি ইত্যাদিতে মানুষের আগ্রহ বেশি জাগায়।
  • কম্পোজিশন: ছবিতে বোঝার মতো উপাদান থাকে কি না, সিমেট্রি আছে কি না, ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে বিষয় সামনে থাকে কি না তা লক্ষ্য রাখতে হবে।
  • সংক্রান্তি বিষয় বেছে নেওয়া: যেমন উৎসবের দিন, ঋতু পরিবর্তন, লাল–কমলা রং বেশি দেখা যায় এমন সময়ের নানা দৃশ্য; এসব ফটোগুলো ক্রেতাদের আকর্ষণ করে থাকে।
  • স্বচ্ছতা ও ফোকাস: যে ছবিগুলো ব্লারি বা খুব কম ইলুমিনেশন থাকক, সেগুলো অনুমোদিত হতে কঠিন হয়ে পড়ে; তাই ক্যামেরার ফোকাসের খেয়াল রাখতে হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন