মোবাইল ভালো রাখতে ফুল চার্জ দেবেন না, কী বলছেন টেক বিশেষজ্ঞরা? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মোবাইলের চার্জিং বললে আপনার মনে ঠিক কী আসে? মোবাইল চার্জ করার ক্ষেত্রে আপনার অভ্যেস ঠিক কেমন? উত্তর হয়তো অনেক রকম আসবে। তবে গড় করলে যে উত্তরটা দাঁড়াবে সেটা হলো, বেশিরভাগ মোবাইল ইউজ়ারই ১০০ পার্সেন্ট চার্জ দেন।

এই অভ্যাস ত্যাগ করলেই মঙ্গল। আর এটা করতে পারলে আপনার মোবাইলের গড় আয়ু অনেকটা বেড়ে যাবে। ভালো থাকবে ব্যাটারির স্বাস্থ্যও। এর পর যে প্রশ্নটা আসে, সেই চার্জিং পার্সেন্টেজটা ঠিক কত? আজকের আলোচনাটা সেটা নিয়েই।

টেক বিশেষজ্ঞরা এর জন্য নতুন একটি কনসেপ্ট এনেছেন। সেটা হলো ফর্মুলা ৮০। এক কথায় বলতে গেলে মোবাইল বা ট্যাবে ৮০ পার্সেন্ট চার্জ দিলে সেটির হেলথ সব থেকে ভালো থাকে।

কিন্তু ৮০ কেন?

এর ব্যাখ্যায় অনেকগুলো কারণ উঠে আসছে। অন্যতম হলো, ১০০ শতাংশ চার্জ দেওয়ার অর্থই হলো, ব্যাটারি লাইফের উপর থ্রেট। তাই ৮০।

চার্জিংয়ে এই লিমিট টানতে পারলে মোবাইল বা ট্যাব খুব ভালো পারফর্ম করে। সঙ্গে বাড়ে ব্যাটারির আয়ুও।

এখনকার বেশিরভাগ হাইএন্ড ফোনেই ব্যাটারি পরিবর্তন করা যায় না। মানে ব্যাটারি গন মনে ফোনও শেষ। তাই এই ফর্মুলা ৮০-র প্রাসঙ্গিকতা।

আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

এর নেপথ্যে একটা বিজ্ঞানও আছে। সেটা হলো হিট আর ভোল্টেজ। আপনি তো ফোনকে চার্জে বসিয়ে নিশ্চিন্তে ঘুমোতে গেলেন। একবার ভেবে দেখেছেন কি, ফোনটায় কত ভোল্টেজ মেনে চার্জ হচ্ছে? সেটা ভাবা সম্ভব নয়। মোটের উপর এটা একটা নিয়ম মেনে চলে ব্যাটারি যখন ৬০ পার্সেন্ট পর্যন্ত চার্জ হয়, তখন ভোল্টেজ বেশি থাকে। তার পর সেটি ধাপে ধাপে কমতে থাকে। তাই লক্ষ করে দেখবেন, এই ফাস্ট চার্জের যুগেও প্রথম দিকে ফোন বা ট্যাব যত তাড়াতাড়ি চার্জ হয়, শেষের দিকে ততটা হয় না।

তাই চার্জ সব সময়ে ১০০ পার্সেন্ট করলে তার খারাপ প্রভাব পড়ে ব্যাটারির স্বাস্থ্যে। কারণটা খুব সহজ, ক্রমাগত ভোল্টেজ চাপ ফেলে ব্যাটারির সেলের উপর। এই চাপ সহ্য করতে করতে সেলগুলো দুর্বল হতে শুরু করে। শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই নষ্ট হতে শুরু করার অর্থই হলো, ব্যাটারির অন্তর্জলী যাত্রার শুরু। আর ব্যাটারি যাওয়ার অর্থই হলো, ফোন বা ট্যাবের দেহ রাখা।

তাই চার্জে বসিয়ে নিশ্চিন্তে ঘুমোতে যাওয়া অভ্যেস থাকলে আজই সেটা বদলান। তবে আপনি যদি নিয়মিত ট্র্যাভেল করেন বা গেমার হন, সে ক্ষেত্রে এই ফর্মুলা ৮০ আপনার কাজ নাও করতে পারে। কারণ এই রকম লোকের ২০ পার্সেন্ট চার্জেই অনেক কাজ হয়ে যায়। এদের জন্য পাওয়ার ব্যাঙ্ক একটা ভালো অপশন হতে পারে। ৮০ পার্সেন্ট ড্রপ করলেই পাওয়ার ব্যাঙ্ক চালু করে দিন।

কিংবা পাওয়ার চার্জারও ব্যবহার করতে পারেন। এই ট্রেন্ড মেনেই প্রথম সারির মোবাইল সংস্থাগুলি ব্যাটারির লাইফ সুরক্ষিত করতে বেশ কিছু ফিচার এনেছে। স্যামসাংয়ের ডিভাইসে ব্যাটারি প্রোটেকশন অপশন রয়েছে। ওয়ান প্লাস-এর ডিভাইসে ব্যাটারি হেলথ নামে একটা অপশন রয়েছে। এই অপশন থেকে চার্জিং লিমিট সেট করা যায়। এখানে অপশন থাকে ব্যাটারি হেলথ ঠিক রাখা যাবে কতটা চার্জ দিলে। এই রকম বেশ কিছু অপশন এখনকার অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে। আর আইফোনের ক্ষেত্রে চার্জিং লিমিট সেট করার সহজ অপশন রয়েছে। Settings and gt অপশনে গিয়ে ব্যাটারি অপশন বেছে নিন। সেখান থেকে প্রিসেট চার্জ লিমিট বেছে নিন।

সব মিলিয়ে দাঁড়াল যেটা, ডিভাইস যদি দীর্ঘ দিন চালাতে হয়, চার্জিংয়ের বিষয়ে খুব সতর্ক হোন। কারণ যে কোনও ডিভাইসের ব্যাটারিটাই আসল। সেটাকে ঠিক রাখলেই ডিভাইস ঠিক থাকবে। তাই চার্জ কম দিন, ক্ষতি নেই। বেশি দিলেই বিপদ। আর ফুল চার্জের সংজ্ঞায় যাঁরা বিশ্বাসী, তাঁরা একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, ফুল চার্জ বা ঘন ঘন চার্জ মানেই ডিভাইসের ক্ষতি।

শেষে আর একটা টিপস। কখনওই রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমোতে যাবেন না। সারা রাত চার্জ মানে এক্সট্রা ক্ষতি।

আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন