মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ চার ক্লাবকে চিঠি AIFF-এর, কী জানিয়েছে AIFF? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের ফুটবল দলের দায়িত্ব নিয়ে খালিদ জামিলের প্রথম পরীক্ষা কাফা নেশন্স কাপ। তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে। আর এই কাফা নেশন্স কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। ১৫ থেকে ২৫ অগস্ট পর্যন্ত বেঙ্গালুরুতে জাতীয় শিবির ডাকলেন তিনি। আর সেটা নিয়ে ক্লাবগুলোকে প্লেয়ার ছাড়ার বার্তা দিল AIFF।

ডুরান্ড কাপের মাঝেই খালিদ জামিলকে কোচ হিসেবে ঘোষণা করেছে AIFF। ফলে খালিদ কোয়ার্টার ফাইনালের আগে জামশেদপুর এফসি ছেড়ে ভারতীয় দলের দায়িত্ব নেন। AIFF দেশের স্বার্থে জামশেদপুর এফসির কাছে আবেদন করেছিল খালিদ জামিলকে ছাড়তে। সেটা তারা মেনেছে। আর দায়িত্ব নিয়ে খালিদ ভারতের সিনিয়র ও অনূর্ধ্ব ২৩ প্লেয়ারদের নাম ঘোষণা করেছে ক্যাম্পের জন্য।

যেখানে মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন সাতজন। ইস্টবেঙ্গল থেকে তিন জন। জামশেদপুর এফসি থেকে দুজন ও একজন নর্থ ইউ ইউনাইটেড থেকে। প্রতিটা দলই ডুরান্ড কাপের দৌড়ে আছে। ফলে এদের প্লেয়ারদের ছাড়া হয়নি। রবিবার কোয়ার্টার ফাইনাল শেষ তার পর প্লেয়াররা জাতীয় শিবিরে যোগ দিতে পারেন।

যদি মোহনবাগান ডুরান্ড ফাইনালে প্রবেশ করে, তা হলে সাতজন প্লেয়ার সেখানে খেলবেন, সেক্ষেত্রে জাতীয় দলের ক্যাম্পে তাদের যাওয়া সম্ভব হবে না।

কী জানিয়েছে AIFF?

বলা হয়েছে, ভারতের অনূর্ধ্ব ২৩ পুরুষ দলের শিবির ১ অগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সালে AFC অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য তৈরি হচ্ছে দল। ৩ থেকে ৯ সেপ্টেম্বর কাতারে হবে কোয়ালিফায়ারের ম্যাচ। তার আগে ২৩ অগস্ট ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কুয়ালামপুর যাবে। তাই যেসব ক্লাব প্লেয়ার ছাড়েনি তাদের কাছে আবেদন জানিয়েছে প্লেয়ার ছাড়ার।

একই আবেদন করা হয়েছে সিনিয়র দলের ক্ষেত্রেও।

দেখে নিন সিনিয়র দলে কোন প্লেয়াররা সুযোগ পেলেন

মোহনবাগান সুপার জায়ান্ট

অনিরুধ থাপা, দীপক টাংরি, লালেঙ্গামাউয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আবদুল সামাদ, বিশাল কাইথ।

ইস্টবেঙ্গল

আনোয়ার আলি, জিকশন সিং, নওরেম মহেশ সিং

জামশেদপুর এফসি

অ্যালবিনো গোমেস, মনবীর সিং

নর্থইস্ট ইউনাইটেড

জিতিন এমএস

অনূর্ধ্ব ২৩ দলের শিবিরে যারা যোগ দেননি

জামশেদপুর এফসি

মহম্মদ সানান কে, নিখিল বার্লা

মোহনবাগান সুপার জায়ান্ট

দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, প্রিয়াংশ দুবে, টেকচাম অভিষেক সিং

নর্থ ইস্ট ইউনাইটেড

ম্যাকার্টন লুইস নিকসন, পার্থিব গগৈ, হুইদ্রম থই সিং, দীপেশ চৌহান

আরও পড়ুন:- জয়েন্টে ব্যথা হতে পারে ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার লক্ষণ ! কম করতে খান এগুলি

আরও পড়ুন:- পুজোর আগেই বিরাট খবর! প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, কারা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন