মোহন-সচিবের খোঁচায় বড় ইঙ্গিত, ইস্টবেঙ্গল- ইমামি সম্পর্ক নিয়ে কি বললেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইস্টবেঙ্গলকে নিয়ে ফের কটাক্ষ মোহনবাগান সচিব দেবাশিস দত্তের। লাল-হলুদের ইনভেস্টর ইস্যুতে বিস্ফোরক দাবি দেবাশিসের। ইমামি আদৌ পরের মরসুমে থাকবে কিনা সেটা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এমনটাই মত মোহনবাগান সচিবের। শ্রী সিমেন্টের পর, ইমামির সঙ্গে চুক্তি হওয়ায় ইস্টবেঙ্গলের হাল কিছুটা ফিরেছে। কিন্তু এখনও অধরাই থেকে গিয়েছে প্লে অফের আশা। সে কারণেই ফের বিস্ফোরক দেবাশিস।

ইস্টবেঙ্গলকে নিয়ে দেবাশিস বলেন, ‘ এই চার বছরে তিন খানা কোম্পানি হয়ে গিয়েছে। আপনার কোম্পানি যদি এভাবে বদলাতে থাকে তবে বুঝতে হবে সমন্বয়ের অভাব হচ্ছে বলেই এমনটা হচ্ছে। এবার শুনছি নাকি, ইমামি চলে যাবে। স্পন্সর হিসেবে থাকবে।’ এর পর নিজেদের দলের প্রসঙ্গ তুলে ধরে দেবাশিস বলেন, ‘আমাদের গোয়েঙ্কার সঙ্গে যা সম্পর্ক সেটা অভাবনীয়। আমাদের সমন্বয়ের উপর ভর করেই শেষ তিন বছরে সাফল্য এসেছে।’

লিগ শিল্ড জেতার পরও কেন সেলিব্রেশন করল না মোহনবাগান সুপার জায়েন্ট। সে প্রসঙ্গে দেবাশিস বলেন, ‘আমাদের লিগ শিল্ড জেতা প্রথম টার্গেট ছিল। সেটা করেছি। তবে এখনই সেলিব্রেশন করছি না। কারণ, এখনও আইএসএল কাপ জেতা বাকি রয়ে গিয়েছে। ম্যাচের পর টিমবাসে ফুটবলাররা আনন্দ করেছে, সেটা সেলিব্রেশন নয়। আমরাও এখনই কিছু করছি না। আসলে আমরা জেতাটা অভ্যাসে পরিনত করতে চাইছি।’

আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে শনিবার লিগের ম্যাচ খেলতে নামছে হোসে মলিনার দল। এই ম্যাচ থেকেই আইএসএল ট্রফি জেতার প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। এমনটাই দাবি দেবাশিসের। তিনি বলেন, ‘আমাদের এই ম্যাচকে আইএসএল ট্রফি জেতার প্রস্তুতি হিসেবে দেখছি। কখনই কাজটা সহজ নয়, মুম্বইয়ের মাঠে তাদের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত কঠিন। কিন্তু যদি দেখে থাকেন, আমাদের দলের ফুটবলাররা বিদেশি ছাড়াও, ভারতীয়রাও বিদেশিদের মতোই ফুটবলটা খেলছে।’

পরপর দুইবার লিগ শিল্ড জিতে ইতিহাস তৈরি করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এ প্রসঙ্গ উঠতেই দেবাশিস বলেন, ‘১৯১১ থেকে মোহনবাগান ইতিহাস তৈরি করে চলেছে মোহনবাগান। এটাও একটা ইতিহাস তৈরি হল। আশা করি আমরা আইএসএল কাপ পাবো।’ এরপরেই ফের ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে সবুজ-মেরুন সচিব বলেন, ‘তিনটে ম্যাচ জিতে বেশি নাচানাচি না করাই ভাল। মহনবাগান-ইস্টবেঙ্গল পরপর তিনটে ম্যাচ জিতে আনন্দ করার মতো ক্লাব নয়। এরা বিশাল ক্লাব।’

আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস

আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন