ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে বাদ, তাহলে কি কেরিয়ার শেষ করুণ নায়ারের? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টে সুযোগ পেলেও, বড় রান করতে ব্যর্থ হয়েছেন করুণ নায়ার। ম্যাঞ্চেস্টারে বুধবার থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টে দলে নেই তিনি। এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নায়ারের কেরিয়ার কি শেষ হয়ে গেল? ৩০০০ দিন পরে ভারতের দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে ইংল্যান্ড সফরে এখনও আশা জাগাতে পারেননি।

৩৩ বছর বয়সী এই তারকাকে নিয়ে আবেগে ভাসছেন সমর্থকরা। তিনি ছয় ইনিংসে মাত্র ১৩১ রান করেছিলেন, গড়ে ২১ এর কিছু বেশি। যদিও দুর্দান্ত পারফর্মেন্সের ঝলক দেখা গেছে, করুণ তার শুরুগুলিকে বড় স্কোরে রূপান্তর করতে লড়াই করেছিলেন, যা বিশেষজ্ঞ এবং ভক্তরা উল্লেখ করেছেন। ভারতীয় দলের সমর্থকরা ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করেছিলেন যে এটিই তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি।

তবে আশার কথা এটাই যে, ম্যাঞ্চেস্টার টেস্টের ঠিক আগের দিনই ভারতের অধিনায়ক শুভমান গিল প্রকাশ্যে নায়ারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। গিল বলেন, ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ভালো ব্যাটিং করছেন এবং তাদের আশা, শীঘ্রই পরিস্থিতি বদলে যাবে। গিল বলেন, ‘হ্যাঁ, আমরা তার সঙ্গে কথা বলেছি। আমাদের মনে হয়েছে ও ভাল ব্যাটিং করছে। প্রথম ম্যাচটা ও নিজের জায়গায় খেলতে পারেনি। একজন খেলোয়াড়ের জন্য এই ধরণের সিরিজে ফিরে আসে তখন এটা কঠিন। কিন্তু আমার মনে হয় না ব্যাটিংয়ে কোনও সমস্যা আছে। সে ভালো ব্যাটিং করছে। কখনও কখনও সেই ক্লিক পাওয়ার ব্যাপারটাও থাকে।’

একটা হাফ সেঞ্চুরিই গোটা ব্যাপারটা বদলে দিতে পারে বলে মনে করেন গিল। তিনি বলেন, ‘একবার হাফ সেঞ্চুরি করতে পারলে, নিজের জায়গায় ফিরতে পারবে। বড় রান করতে পারবে। দুর্ভাগ্যবশত, এখনও পর্যন্ত ওর ক্ষেত্রে তা ঘটেনি, তবে আমরা আশাবাদী যে সে ঘুরে দাঁড়াতে পারবে।’ তবে এতকিছু বোলার পরেও, নায়ার সুযোগ পাননি। আর সে কারণেই ফ্যানরা পোস্ট করছেন।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন