Bangla News Dunia, Pallab : দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh), বঙ্গ বিজেপির এক দাপুটে নেতা। তাঁর বক্তব্য প্রায়শই দখল করে সংবাদ শিরোনাম। কিন্তু বিগত বেশ কয়েক মাস যাবৎ দলের অন্দরে তিনি ছিলেন কোণঠাসা। সদ্য রাজ্য বিজেপি সভাপতি পদে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) আসীন হওয়ার পর পুনরায় ঘুরে দাঁড়ান প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। নিজের জায়গা ফিরে পেতেই দলের দুই নেতার বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ। একযোগে নাম না করে ধুয়ে দিলেন শুভেন্দু ও সুকান্তকে।
আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন
মঙ্গলবার সকালে দলের দুই নেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ও সুকান্ত মজুমদারকে (MP Sukanta Majumdar) উদ্দেশ করে দিলীপ বলেন, ‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে দল তা হলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘দিলীপ ঘোষ দিনের পর দিন নিজেকে তৈরি করেছে। রাস্তায় পড়ে রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি দায়িত্ব নিয়ে ভালোভাবে করেছি। এখনও সুস্থ সবল রয়েছি। দল যেভাবে আমাকে ব্যবহার করবে, সেভাবেই কাজ করব। ম্যায় ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হুঁ না।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের সভা থেকে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অমিত শায়ের সভা, কিংবা নতুন রাজ্য বিজেপি সভাপতির আনুষ্ঠানিক মঞ্চে ডাক না পাওয়ার পর রাজনীতির কারবারিরা মনে করেছিলেন দিলীপ ঘোষ দল বদল করবেন। কিন্তু শমীকের মধ্যস্থতায় দলের সঙ্গে দিলীপের দূরত্ব মিটে যেতেই ফের স্বমহিমায় প্রাক্তন সাংসদ। এদিনের মন্তব্য থেকে শুভেন্দু এবং সুকান্তকে স্পষ্টত এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন, বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ একটা ব্র্যান্ড।