Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বহুবছর বছর ধরে ভারতে যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে, তবুও এটি এখনও একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গিয়েছে । রবার্ট কোচ 1882 সালের 24 মার্চ যক্ষ্মা ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ৷ যা রোগটি বোঝার এবং চিকিৎসার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হয় । এই কারণেই যক্ষ্মাকে মারাত্বক রোগও বলা হয় । প্রতি বছর বিশ্বে প্রায় এক কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 29 লক্ষই ভারতের । ফুসফুসে টিবিকে পালমোনারি টিবি বলা হয় এবং শরীরের অন্যান্য অংশে টিবিকে অতিরিক্ত পালমোনারি টিবি বলা হয় । ভারতে প্রায় 80 শতাংশ রোগী ফুসফুসের যক্ষ্মায় ভুগছেন ।
যক্ষ্মা বিরুদ্ধে অভিযান: টিবি-র বিরুদ্ধে অভিযান তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025 সালের মধ্যে দেশকে টিবি মুক্ত করার ঘোষণা দেন । এর পরে, নিক্ষয় পোষণ যোজনা, টিবি বিজ্ঞপ্তি সম্প্রসারণ, সক্রিয় টিবি অনুসন্ধান অভিযান ইত্যাদি প্রকল্প শুরু হয় । এর পাশাপাশি, যক্ষ্মা রোগীদের জন্য বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা এবং প্রতি মাসে 500 টাকা পুষ্টি ভাতার মতো সুবিধাও শুরু করা হয়েছে । বেসরকারি ডাক্তারদেরও যক্ষ্মা নির্মূলের জাতীয় কর্মসূচিতে অংশীদার করা শুরু হয় । 2020 সালে, জাতীয় কর্মসূচির নাম পরিবর্তন করে ‘জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি’ রাখা হয় ।
যক্ষ্মা সম্পূর্ণরূপে নির্মূল করতে না পারার অনেক কারণ রয়েছে, যেমন যক্ষ্মা ব্যাকটেরিয়া কোনও লক্ষণ না দেখিয়ে বহু বছর ধরে শরীরে নিষ্ক্রিয় থাকতে পারে । অনুকূল পরিস্থিতি এলে এটি আবার সক্রিয় হয়ে ওঠে এবং রোগ সৃষ্টি করে ।
আরও পড়ুন:- ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে UPS স্কিম, কারা পাচ্ছেন এই পেশনের সুবিধা? বিস্তারিত জানুন
সামাজিক ও মানবিক কারণগুলিও বাধা, যেমন অপুষ্টি, এইচআইভি, ডায়াবেটিস, মহিলাদের অল্প বয়সে এবং বারবার গর্ভধারণ, পর্দা প্রথা, ভিড়, ধূমপান এবং অন্যান্য আসক্তি, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, স্বাস্থ্যসেবার সুবিধা থেকে বঞ্চিত হওয়া ইত্যাদি ।
চিকিৎসার সময় যে বিষয়গুলি মনে রাখতে হবে:
যথাযথভাবে ডাক্তারদের কাছ থেকে চিকিৎসার পরামর্শ করা উচিত ।
চিকিৎসার সময় রোগীর নিয়মিত বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ প্রয়োজন ।
প্রাথমিক চিকিৎসার ফলাফল দেখার পর যক্ষ্মা রোগীরা প্রায়শই ওষুধ খাওয়া বন্ধ করে দেন অথবা অনিয়মিত হয়ে পড়েন । এরফলে MDR TB/XDR TB নামক জটিল ধরণের যক্ষ্মা দেখা দেয়, যার চিকিৎসা করা কঠিন ।
https://www.who.int/news-room/fact-sheets/detail/tuberculosis
https://www.cdc.gov/tb/causes/index.html
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)
আরও পড়ুন:- এই ৭ কারণেই AC-তে আগুন লাগে, বিস্ফোরণ এড়াতে জরুরি বিষয় জেনে রাখুন
আরও পড়ুন:- গিজার পিরামিড ঘিরে নতুন রহস্য ঘনীভূত। কি জানতে পারলেন গবেষকেরা ?