Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শনি গ্রহের নামেই যেন সকলে কেঁপে ওঠেন , ভয় পান। তাঁর উপর যদি জন্মছকে শনির স্থান খারাপ বা দুর্বল থাকে তা হলে তো ভয়ের পরিমাণ কিছু হলেও বৃদ্ধি পায়। আর যদি কোনো মানুষের জন্মছকে শনি খারাপ থাকে তা হলে নানা দিক থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে রোগের প্রকোপ খুবই বেড়ে যায়। আর যদি শরীরে খুব বেশি রোগ থাকে তা হলে কোনো কিছুই ভাল লাগে না। তখন জীবন যেন মনে হয় একটা অভিশাপ।
জন্মছকে শনি দুর্বল থাকলে তার থেকে মুক্তি পাবার জন্য এই টোটকাটি ভীষণ ভাবে কার্যকরি। এই টোটকা যা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক টোটকাটি কি —
আরো পড়ুন :- শনিবার ভগবান শনিদেবের পুজো করলে বিশেষ লাভবান হবেন এই রাশির মানুষরা
টোটকা :- এই টোটকাটি করতে নিতে হবে ধুতরো গাছের এক টুকরো মূল এবং কিছুটা সাদা সুতো। তার পর সুতো দিয়ে ধুতরো গাছের মূল বেঁধে নিজের শরীরে ধারণ করে নিতে হবে।
ধুতরো গাছের মূল ধারণ করার নিয়ম :-
সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সুতোয় বাঁধা মূলটাকে গঙ্গাজলে ধুয়ে আর যদি গঙ্গাজলে সম্ভব না হয় তবে যে কোনো পরিষ্কার জলে ধুয়ে নিলেই হবে। তার পরে এই ধুতরো গাছের মূল আপনার ইচ্ছে মতো কোমরে বা হাতে ধারণ করে নিতে পারেন। যদি হাতে ধারণ করতে চান তবে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতে ধারণ করতে হবে।
কী কী উপকার পাওয়া যাবে—
১. এই মূল ধারণের ফলে নানা প্রকার দুর্ভোগের হাত থেকে রেহাই পাওয়া যাবে।
২. এই মূল ধারণের ফলে দীর্ঘ দিনের আটকে থাকা কাজ সফল হতে পারে।
৩. এই মূল ধারণের ফলে যাঁরা দীর্ঘ দিন রোগে কষ্ট পাচ্ছেন তাঁরা মুক্তি পাবেন।
আরো পড়ুন :- এই ৪ রাশির মানুষের উপর হনুমানজি’র আশীর্বাদ থাকবে, ফলে আসবে না কোনো সংকট
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )