যদি জন্মছকে শনি দুর্বল হয় তবে মেনে চলুন এই নিয়ম গুলি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শনি গ্রহের নামেই যেন সকলে কেঁপে ওঠেন , ভয় পান। তাঁর উপর যদি জন্মছকে শনির স্থান খারাপ বা দুর্বল থাকে তা হলে তো ভয়ের পরিমাণ কিছু হলেও বৃদ্ধি পায়। আর যদি কোনো মানুষের জন্মছকে শনি খারাপ থাকে তা হলে নানা দিক থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে রোগের প্রকোপ খুবই বেড়ে যায়। আর যদি শরীরে খুব বেশি রোগ থাকে তা হলে কোনো কিছুই ভাল লাগে না। তখন জীবন যেন মনে হয় একটা অভিশাপ।

জন্মছকে শনি দুর্বল থাকলে তার থেকে মুক্তি পাবার জন্য এই টোটকাটি ভীষণ ভাবে কার্যকরি। এই টোটকা যা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক টোটকাটি কি —

আরো পড়ুন :- শনিবার ভগবান শনিদেবের পুজো করলে বিশেষ লাভবান হবেন এই রাশির মানুষরা

টোটকা :- এই টোটকাটি করতে নিতে হবে ধুতরো গাছের এক টুকরো মূল এবং কিছুটা সাদা সুতো। তার পর সুতো দিয়ে ধুতরো গাছের মূল বেঁধে নিজের শরীরে ধারণ করে নিতে হবে।

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন