Bangla News Dunia, Pallab : যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, তাঁদের কোনও টাকা ফেরাতে হবে না’, সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় উদ্ধৃত করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের (SSC Recruitment Case) রায় জানার পর নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন মমতা। তারপর নবান্নে সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে তুলে নিয়ে লাইন ধরে পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমরা রায়টা খতিয়ে দেখেছি, মিডিয়ায় টাকা ফেরত দেওয়া নিয়ে অনেক খবর হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়েছে তাঁদের কোনও টাকা ফেরত দিতে বলা হবে না। এদিন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “যাঁরা ন্যায্যভাবে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব।”
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
স্বাভাবিকভাবেই এদিন মমতার নিশানায় ছিল সিপিএম ও বিজেপি। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের দায় কার্যত তাদের ঘাড়েই ঠেলেন মমতা। তিনি বলেন, ‘এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না। কোনও ঘটনা ঘটলে, দায়িত্ব আপনাদের হবে।’ মমতা বলেন, ‘যাঁদের চাকরি গিয়েছে, তাঁরা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তাঁরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন, সবাই একত্রিত হতে চান। তাঁরা অনুরোধ করেছেন, শিক্ষামন্ত্রী-সহ আমি যদি তাঁদের সভায় উপস্থিত থাকি, তাঁরা খুশি হবেন।’ ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিচ্যুতদের কথা শুনতে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধৈর্য্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। যখন প্রক্রিয়া হবে, আদালত তো আপনাদের সকলকে আবেদন করতে বলেছে। আপনারা আবেদন করুন।’
মুখ্যমন্ত্রী বলেন, “আদালতের রায় যেমন আমাদের বিরুদ্ধে গিয়েছে, তেমনই রায় আমাদের দু’টো পথও দিয়েছে। রায় মেনেই আমরা সেটা করব। ২০১৬ সালে কারা কারা মন্ত্রী ছিলেন, আমরা রেকর্ড খুঁজে বার করব। কোনও একটা জেলার কথা তো আমরা জানিই।”