Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভের ঘটনায় পড়ুয়াদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে শ্রীরামপুরের সাংসদ বলেন, “যাদবপুরে বাম-অতিবাম এসব ছেলেমেয়েদের আমার দেখা আছে ৷ নিজের পাড়ায় কুকুররাও রাজা হয় ৷ বাইরে বেরিয়ে এসো দেখে নেব ৷”
ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ মুহূর্তের মধ্য়ে রণক্ষেত্রের রূপ নেয় সেই প্রতিবাদ ৷ রক্তাক্ত হন পড়ুয়ারা ৷ আহত হন শিক্ষামন্ত্রীও ৷ সেই প্রসঙ্গে রবিবার সরব হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ৷
আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন
এদিন, বৈদ্যবাটিতে আয়োজিত তৃণমূলের এক কর্মসূচীতে এসে তিনি বলেন, “এরপর এই ঘটনা আবৈর ঘটলে সারা বাংলার তৃণমূল রুখে দাঁড়াবে ৷ আমরা এই ব্যবহারে বিশ্বাসী নই ৷ ঘিরে ধরে চড় মেরে গাড়ির মধ্যে ঠেলে দেওয়া-এটা আবার কী ধরনের আচরণ ! কোনও দাবি থাকলে, তা জানানোর একটি পদ্ধতি রয়েছে ৷” পাশাপাশি যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে সুর চরিয়ে তিনি বলেন, “বিগত কয়েকবছর ধরে বাম ও অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীদের অসভ্য আচরণের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়েছে ৷”
সম্প্রতি, ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনের আয়োজন হয় ৷ এদিন, সেই প্রসঙ্গে টেনে তৃণমূল সাংসদ বলেন, “তিন দিন ধরে ডানকুনিতে ওদের রাজ্য সম্মেলন হয়েছে ৷ কোথাও কী গণ্ডগোল হয়েছে ? তবে এই ধরনের ঘটনা ঘটলে আগামিদিনে আপনারাও মিছিল-মিটিং করতে পারবেন না ৷” রীতিমতো হুঁশিয়ারির সুরে তৃণমূল নেতা আরও বলেন, “অনেক মাঠ খালি আছে সেখানেও আমাদের ছেলেরা আছে । এসব আমরা কেউ সহ্য করব না ৷” এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএমের বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি ৷ মার খেয়েও দল করেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএমকে ক্ষমতাচ্যুতও করেছি ।”
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন