‘যা করার করে নিন’, ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিল ইরান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পরামণু চুক্তি নিয়ে ইরানের (Iran) সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে আহ্বানের আড়ালে কার্যত প্রচ্ছন্ন হুমকিও ছিল। এবার ট্রাম্পকে পালটা হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান (Masoud Pezeshkian)। তাঁর দাবি, ট্রাম্পের হুমকির সামনে মাথা নত করবে না তারা। আলোচনায় বসবে না। আমেরিকার যা করার করে নিতে পারে।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সেখানকার প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলে, ‘আমেরিকা আদেশ এবং হুমকি দেয়, যা আমরা মেনে নেব না।’ তাঁরা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি নন বলে জানান। কয়েকদিন আগে একই সুর শোনা গিয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের গলাতেও।

কয়েকদিন আগে ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়বস্তু পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। ইরান আলোচনায় রাজি হবে বলে তিনি আশা করছেন বলেও জানান। তিনি বলেন, ‘সেটা ওদের পক্ষে ভালো।’ তবে ইরান যদি তাঁর প্রস্তাব মেনে আলোচনায় না বসে বিকল্প পথের কথা ভাবে, তা মোটেই ভালো হবে না বলেও জানান ট্রাম্প।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন