Bangla News Dunia, Pallab : যুদ্ধবিরতি আলোচনার মাঝে ইউক্রেনে ফের হামলা চালাল রাশিয়া (Ukraine-Russia)! রবিবার রাতে ইউক্রেনে (Ukraine) একের পর এক ড্রোন হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবে আলোচনায় বসতে চলেছে রাশিয়া (Russia) এবং ইউক্রেন। তার ঠিক আগে, গতকাল ইউক্রেনজুড়ে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিভ ছাড়াও হামলা চালানো হয়েছে খারকিভ, সুমি, চেরনিহিভ, ওডেসা এবং দোনেৎস্ক অঞ্চলে। ১৪৭টি ড্রোন ছোড়া হয়। তার মধ্যে ৯৭টি ড্রোনকে প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। হামলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানিয়েছেন, চলতি সপ্তাহেই ১,৫৮০ টিরও বেশি ‘গাইডেড এয়ার বোম্ব’, প্রায় ১,১০০টি ‘স্ট্রাইক ড্রোন’ এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি মনে করেন, হামলা বন্ধের জন্য রাশিয়ার উপর নতুন চাপ সৃষ্টির পাশাপাশি নতুন সমাধান খোঁজা দরকার। সৌদি আরবে যুদ্ধবিরতি আলোচনায় কোনও সমাধানসূত্রে বেরিয়ে আসে কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন