যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ভারতীয় সেনার গুলিতে খতম পাঁচ অনুপ্রবেশকারী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় সেনার গুলিতে খতম পাঁচ পাক অনুপ্রবেশকারী। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশের ছক ভেস্তে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

সেনা সূত্রের খবর, গতকাল পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালায়। একই সঙ্গে গুলি চালায় অনুপ্রবেশকারীরাও। কাঁটাতারের বেড়া টপকে অনুপ্রবেশকারীদের এদেশে ঢুকতে মদত দিচ্ছিল পাক সেনা। সেই সময় তাদের কড়া জবাব দেন ভারতীয় জওয়ানরা। তাঁদের গুলিতে অন্তত পাঁচ পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল সারা দিন ধরে গুলিবর্ষণ অব্যাহত ছিল কৃষ্ণাঘাঁটি এলাকায়। এরপর নিরাপত্তা বাড়ানো রয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গুলির লড়াইয়ে তাদের কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক সেনার অনুপ্রবেশের কারণে কৃষ্ণাঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। তারা বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। ভারতীয় সেনা এর মোকাবিলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সীমান্তে কড়া নজর রাখা হচ্ছে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন