যুদ্ধাস্ত্র কেনার ছাড়পত্র আসতেই ডিফেন্স সেক্টরের এই স্টকগুলোর দাম বৃদ্ধির পথে। ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL), ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL), ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)-সহ ডিফেন্স সেক্টরের সঙ্গে জড়িত একাধিক সংস্থার স্টকের দাম বেড়েছে বুধবার। যুদ্ধাস্ত্র কেনা ও তার রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল। এর পরই ডিফেন্স সেক্টরের স্টকগুলিতে তেজি ভাব দেখা গিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল (DAC) মঙ্গলবার সেনাবাহিনীর অস্ত্রভান্ডার বৃদ্ধির পদক্ষেপে ছাড়পত্র দেয়। উন্নত মানের ড্রোন, মিসাইল, মাউন্টেন রেডার কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য এই টাকা খরচ করা হবে। এর পাশাপাশি থার্মাল ইমেজার বেসড ড্রাইভার নাইট সাইট ভারতীয় সেনার জন্য কেনা হবে। এর জেরে সেনা জওয়ানরা টহলদারির সময় বাড়তি সুবিধা পাবেন।

বিশেষজ্ঞরা মনে করছেন হ্যাল, বেল, বিডিএল-এর মতো দেশের একাধিক সংস্থার হাতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অর্ডার আসবে। সেই আশাতেই এই সমস্ত স্টকের দাম বেড়েছে। যদিও নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেক্টরাল ইনডেক্স আর্লি ট্রেডিংয়ে পজ়িটিভে থাকলেও বেলা গড়াতে পতন হয়েছে এই সূচকে। নিফটি ইন্ডিয়া ডিফেন্সে সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে ০.৪৯ শতাংশ।

গত এক মাসের বেশি সময় ধরে দেশের ডিফেন্স সেক্টরের স্টকগুলি রীতিমতো ধুঁকছিল। জুলাই মাসে ডিফেন্স সেক্টরের স্টকগুলির দাম কমেছিল প্রায় ১৯ শতাংশের আশপাশে। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতি ঘোষণা সেই পরিস্থিতি থেকে ডিফেন্স সেক্টরের স্টকগুলিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করল।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- বাজারে এলো Maruti Ertiga 2025 নতুন মডেল, মাত্র ৯৯৯৯ টাকায় ৭সিটের ফ্যামিলি কার। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ!

আরও পড়ুন:- আগামী বছরেই PAN 2.0 আসছে, প্যান কার্ডে বড়সড় বদল? জানুন বিস্তারিত তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন