Bangla News Dunia, Pallab : সম্প্রতি পাকিস্তানের একাধিক শীর্ষ নেতার পারমাণবিক হামলার হুমকি এবং যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের আবহেই ভারতকে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামাবাদ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর মে মাস থেকে ভারত এই চুক্তি স্থগিত রেখেছে।
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো
পাকিস্তানের বিদেশ দপ্তর জানিয়েছে, তারা এই চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, পাকিস্তানের সামরিক প্রধান আসীম মুনিরের পারমাণবিক হামলার হুমকি এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির যুদ্ধ ঘোষণার আবহেই পাকিস্তানের তরফে এই অনুরোধ করা হল। যদিও এই বিষয়ে বিলাওয়াল ভুট্টো স্পষ্ট জানিয়েছিলেন, যদি ভারত চুক্তি স্থগিত রাখে তবে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া অন্য কোনও বিকল্প পথ থাকবে না।
সোমবার পাকিস্তানের বিদেশ দপ্তর ভারতকে অবিলম্বে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যকারিতা শুরু করার অনুরোধ জানায়। একইসঙ্গে তারা ৮ অগাস্ট আরবিট্রেশন কোর্ট কর্তৃক প্রদত্ত সিন্ধু জল চুক্তি সম্পর্কিত রায়ের কথাও তুলে ধরে। ইসলামাবাদ জানিয়েছে, এই রায় অনুযায়ী, ভারতের নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে চুক্তির শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।
এই প্রসঙ্গে পাকিস্তানের বিদেশ দপ্তর এক্স-এ করা একটি পোস্টে লিখেছে যে, “একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে আদালত ঘোষণা করেছে যে, ভারতের উচিত চেনাব, ঝিলাম এবং সিন্ধু নদীর জল পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য প্রবাহিত হতে দেওয়া।“ যদিও ভারতের তরফে এই আরবিট্রেশন কোর্টের কার্যক্রমকে কখনও স্বীকৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, বিয়াস, শতদ্রু এবং রাভি নদীর জলের ওপর ভারতের নিরঙ্কুশ অধিকার রয়েছে। অন্যদিকে, সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর জলের ওপর অধিকার রয়েছে পাকিস্তানের।পহেলগাঁওয়ে ২২শে এপ্রিলের সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তান-বিরোধী একাধিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারত এই চুক্তি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, পাকিস্তানকেই এই হামলার জন্য দায়ী করেছিল ভারত।