Bangla News Dunia, Pallab : ইউক্রেনের স্বাধীনতা দিবস (Ukraine’s Independence Day) উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর এই শুভেচ্ছার জন্য মোদিকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ভারতের অবদানের উপর ভরসা রয়েছে কিয়েভের।
সোশ্যাল মিডিয়ার পোস্টে ইউক্রেনে শান্তি ও আলোচনার জন্য ভারতের প্রচেষ্টার প্রশংসা করে জেলেনস্কি লেখেন, ‘এখন সমগ্র বিশ্ব স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে। এই বিষয়ে আমরা ভারতের অবদানের উপর ভরসা করছি। তিনি আরও বলেন, ‘কূটনীতিকে শক্তিশালী করে এমন প্রতিটি সিদ্ধান্ত কেবল ইউরোপেই নয়, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও উন্নত নিরাপত্তা সুনিশ্চিত করে।’
Thank you, Prime Minister @narendramodi, for the warm greetings on Ukraine’s Independence Day. We appreciate India’s dedication to peace and dialogue. Now, as the entire world strives to end this horrible war with dignity and lasting peace, we count on India’s contribution. Every… pic.twitter.com/FtwkXUhtEH
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 25, 2025
গত ২৪ অগাস্ট ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেদিন সে দেশের প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছিলেন মোদি। সেখানে ইউক্রেনবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে গত বছরের অগাস্টে কিয়েভ সফরের কথা স্মরণ করেছেন তিনি। মোদি লিখেছিলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইউক্রেনের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। গত বছরের অগাস্টে কিয়েভ সফরের সময় থেকে ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এরপরই ভারতের অবস্থান ফের স্পষ্ট করে মোদি লেখেন, ‘ভারত সর্বদা শান্তির পক্ষে দাঁড়িয়েছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে এই যুদ্ধের স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সমর্থন জানাতে ভারত প্রস্তুত।’
প্রসঙ্গত, ভারত ও ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ জোরদার হয়েছে। সম্প্রতি ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছেন, জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। উভয় পক্ষই বর্তমানে সফরের তারিখ চূড়ান্ত করা নিয়ে আলোচনা চালাচ্ছে। কিছুদিন আগে ভারতের স্বাধীনতা দিবসেও শুভেচ্ছা জানিয়েছিলেন জেলেনস্কি।