Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- যুদ্ধ হলে জিতবে কে ? লাদাখ নিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত। সীমান্তে ঘটতে পারে যে কোনো কিছু। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। চীনকে জব্দ করতে লাদাখ সীমান্তে ভারত অত্যাধুনিক মিসাইল সিস্টেম, ট্যাংক, কামান মজুত করেছে।
কিন্তু যদি যুদ্ধ লাগে তাহলে কে শক্তিতে এগিয়ে। দেখে নিনি এক নজর —–
১. সামরিক শক্তির নিরিখে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে তালিকায় তিন নম্বরে রয়েছে চীন। তবে ভারতও পিছিয়ে নেই। চার নম্বরে রয়েছে তারা।
২. চীনের সেনাসদস্য রয়েছে মোট ২১ লাখ ২৩ হাজার সেই নিরিখে ভারতের ১৪ লাখ ৪৪ হাজার। তবে রিজার্ভ সৈন্যের সংখ্যায় ভারত এগিয়ে। চীনের ৫ লাখ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য।
৩. প্রতিরক্ষা খাতে চীনের ২ হাজার ৩৭০ কোটি ডলার বরাদ্ধ। ভারতের প্রতিরক্ষা বাজেট মাত্র ৬১০ কোটি ডলার।
৪. চিনের এয়ারক্রাফট রয়েছে ৩ হাজার ২১০টি। ভারতের রয়েছে ২ হাজার ১২৩টি।
৪. চীনের যুদ্ধজাহাজ রয়েছে ৭৭৭টি, ভারতের ২৮৫টি।
৫. চীনের হেলিকপ্টার ৯১১টি, ভারতের ৭২২টি।
৬. ট্যাংকের সংখ্যায় কিছুটা এগিয়ে ভারত। চীনের ট্যাংক রয়েছে ৩ হাজার ৫০০টি আর ভারতের ৪ হাজার ২৯২টি।
৭ চীনের স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে ৩ হাজার ৮০০টি, ভারতের মাত্র ২৩৫টি।
৮. চীনের ৩ হাজার ৮০০টির ফিল্ড আর্টিলারি সেক্ষত্রে কিছুটা এগিয়ে ভারতের ফিল্ড আর্টিলারি রয়েছে ৪ হাজার ৬০টি।
৯. চীনের বিমানবাহী জাহাজ রয়েছে দু’টি, ভারতের একটি।
১০. চীনের রণতরী ৫০টি, ভারতের ১৯টি।
১১. চীনের মোট ৫০৭টি বিমানবন্দর রয়েছে, ভারতের ৩৪৭টি।
সব কিছুর পরে পার্বত্য যুদ্ধে বিশ্বের এক নম্বর সেনা ভারতীয় সেনা। তা সে দিক থেকে এগিয়ে ভারত । দক্ষতার দিক থেকে ও আন্তর্জাতিক সাহায্যের নিরিখ এগিয়ে ভারত। তাই সাবধান ড্রাগন।
Highlights
1. যুদ্ধ হলে জিতবে কে ?
2. পার্বত্য যুদ্ধে বিশ্বের এক নম্বর সেনা ভারতীয় সেনা
#INDIA #LAC #LADAKH #CHINA #PLA