যুবতীর স্তনের রোগ ধরিয়ে দিলো তাঁর পোষ্য। কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সালটা ২০২৩। সে সময় তিনি দেখতেন একটা সময় থেকে তাঁর পোষ্য ককাপো প্রজাতির ছোট্ট লোমশ মুচি তাঁর ডান স্তনের ওপর উঠে আসছে। স্তনে তার পা দিয়ে চাপ দিচ্ছে। একটি বিশেষ জায়গাতেই চাপটা দিচ্ছে। স্তন শুঁকছে। তার ছোট ছোট থাবা দিয়ে হাত বোলাচ্ছে।

কিন্তু কেন করছে এমন আচরণ। সেটা বুঝতে পারছিলেননা তিনি। তাঁর আরও অবাক লাগে যখন তাঁর বোনের পোষ্যটিও তাঁর কাছে এসে ঠিক এমনই আচরণ করতে থাকে। ঠিক তাঁর ডান স্তনেই কেন সে চাপ দিচ্ছে, শুঁকছে তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেননা।

এরপর বেশ কিছুদিন কেটে গেছে। কুকুরটির এই আচরণ চললেও তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না ওই ৩১ বছরের যুবতী। তবে একদিন তাঁর ডান স্তনেই একটি মশা কামড়ায়। সেখানে চুলকোতে গিয়ে যুবতী অনুভব করেন তাঁর স্তনে একটা শক্ত কিছু হয়েছে।

আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন

একটা ডেলার মত কিছু। এবার তাঁর সন্দেহ হয়। তবে কি তাঁর পোষ্যটি এটাই অনেক আগে বুঝতে পেরেছিল! তিনি চিকিৎসকের কাছে যান। পরীক্ষা হয়। আর তাতেই জানা যায় যে তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। বেশ অ্যাডভান্সড স্টেজ।

তিনি নিজে কিছুই বুঝতে পারেননি। কারণ তাঁর যে ধরনের স্তন ক্যানসার তা প্রথমে বোঝাই যায়না। কিন্তু তিনি নিজে না বুঝলেও তাঁর স্থির বিশ্বাস তাঁর পোষ্য ঠিক বুঝেছিল। তাই সে অনেক আগেই তাঁর ডান স্তনে ওভাবে চাপ দিচ্ছিল, শুঁকছিল। হয়তো বোঝাতে চাইছিল সে ভাল বুঝছে না। একটু অন্যরকম। সতর্ক হও।

পেনসিলভানিয়ার বাসিন্দা ওই যুবতীর এখন চিকিৎসা চলছে। নিউ ইয়র্ক পোস্ট-এ খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি ছড়িয়ে পড়ে। তবে কি কুকুররা আগেই ক্যানসারের কথা জানতে পারে? এই ঘটনার পর সে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন