Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরিহারাদের মধ্যে কোন শিক্ষকরা যোগ্য, অবশেষে সেই তালিকা স্কুল শিক্ষা দফতরকে পাঠাল এসএসসি ৷ ইতিমধ্যে সেই তালিকা দফতর থেকে পৌঁছে গিয়েছে জেলা স্কুল পরিদর্শকদের হাতে ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই এই তালিকা এসে পৌঁছয় বিকাশ ভবনে ৷ তবে সেই তালিকায় কবলমাত্র রয়েছে যোগ্য শিক্ষকদের নাম ৷ কিন্তু এই তালিকা কোনওভাবেই সর্বসমক্ষে আসবে না ৷
যার কারণ হিসাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আইনজীবীর পরামর্শে তালিকা প্রকাশে বারণ রয়েছে ৷ তাই কোনও তালিকা প্রকাশ করা হবে না এখন । নইলে আদালত অবমাননা হতে পারে ৷” সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন যে যোগ্য শিক্ষকদের নামের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছিল, সেই তালিকাই বিকাশ ভবনে দিয়েছে ৷
যোগ্যদের নামের তালিকা প্রকাশ হবে না, জানালেন ব্রাত্য
এদিকে দ্রুত রিভিউ পিটিশনে যাবে শিক্ষা দফতর । কিন্তু এর আগে শিক্ষক আন্দোলন নিয়ে কড়া বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানেই শিক্ষামন্ত্রী অবস্থানরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ আমাদের করতে দিন । আন্দোলন করুন, কিন্তু কারও জীবন বিপন্ন যাতে না হয় সেটা ওনাদের মনে রাখা উচিত । আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করছি । কিন্তু এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় বা আদালত অবমাননা হয় ।”
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি
তবে এরপরও যদি ফের শিক্ষকরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, তাতে রাজি ব্রাত্য বসু । সপ্তাহ দুয়েক আগে বিকাশ ভবনে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতিতে যোগ্য চাকরিহারা শিক্ষকেরা বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে । সেই বৈঠক শেষে চাকরিহারা যোগ্য শিক্ষকরা জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ হবে 21 তারিখ । যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন, আইনি পরামর্শ নিয়ে দু’সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে ।
স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি
সেই মতো এসএসসিকে চাপ দিতে সোমবার সল্টলেকের আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকেরা । তবে সারাদিন কাটলেও ওদিন কোনও তালিকা প্রকাশ করা হয়নি এসএসির তরফে ৷ এদিকে, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনকারী শিক্ষকরা ৷ সোমবার দিন পেরিয়ে রাতভর অবস্থানের পর মঙ্গলবারেও রাস্তায় বসে তাঁরা । এই বিক্ষোভের জেরে এসএসসি অফিসের ভিতরে আটকে রয়েছেন চেয়ারম্যান । কিন্তু এর মাঝেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, “কোনও তালিকা প্রকাশ করা হবে না ।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদ 17 এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং চাকরি বাতিলের আওতাধীন 17 হাজার 206 জন শিক্ষকদের মধ্যে যাঁরা যোগ্য তাদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিল । সেই আবেদন মঞ্জুরও করে সুপ্রিম কোর্ট । কিন্তু কারা যোগ্য আর কারা নয় ? সেই তালিকা এদিনই বিকাশ ভবনে এসে পৌঁছেছে বলে জানান শিক্ষামন্ত্রী । ব্রাত্য বসু বলেন, “কারও বেতন বন্ধ হবে না । সবাইকে বলব স্কুলে যেতে । এসএসসির তালিকা এসেছে আমাদের কাছে । এই তালিকা অনুযায়ী খুব দ্রুত বেতন ভিত্তিক নির্দেশিকা প্রকাশ করা হবে ।”
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য