যোগ্য তালিকায় জুড়ল বহু শিক্ষকের নাম, কবে থেকে স্কুলে যেতে হবে ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যোগ্য শিক্ষক হয়েও তালিকার বাইরে থেকে গিয়েছিলেন বহু শিক্ষক । তাঁদের নামের পাশে লেখা ছিল ‘নন জয়েনিং’। কিন্তু এবার তাঁদের নাম যুক্ত হচ্ছে যোগ্য শিক্ষকদের তালিকায় । ইতিমধ্যেই এসএসসির তরফে এই যুক্ত করার কাজ শুরু হয়েছে । সেই তালিকাতেই ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল । তিনি প্রথমে বাদ পড়লেও এবার তাঁর নাম যোগ করা হয়েছে যোগ্য শিক্ষকদের তালিকায় ।

এই প্রসঙ্গে চিন্ময় বলেন, “আমার স্যালারি জমা দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই । আমাদের মধ্যে যারা যোগ্য ছিলেন তাদের সকলের নামে এবার এসেছে। আমি আগামিকাল থেকে স্কুলে যোগ দেব।” এর পাশাপশি তিনি আশ্বস্ত করেছেন, বাকি যাঁদের নাম বাদ গিয়েছিল সেই নামগুলিও যোগ হচ্ছে । গত মঙ্গলবার যোগ্য শিক্ষকদের নামের তালিকা স্কুল জেলা পরিদর্শকদের পাঠিয়েছিল এসএসসি । কিন্তু সেখানে বহু যোগ্য চাকরিহারা শিক্ষক বাদ পড়েছিলেন। পরবর্তী সময়ে দেখা গিয়েছে তাদের নামের তালিকা থেকে বাদ গিয়েছে বহু চাকরিহারা শিক্ষক ।

পরবর্তী সময়ে এই নিয়ে এসএসসি’র সঙ্গে একাধিকবার বৈঠক করেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। সেখানেই দেখা যায় এই সমস্ত শিক্ষকদের নামের পাশে লেখা ছিল নন জয়েনিং। এর অর্থ হল, নিয়োগপত্র পাওয়া সত্ত্বেও সেই সময় স্কুলে যোগ দেননি। কিন্তু পরবর্তী সময় স্কুলে যোগদান করলেও, সেই তালিকা আপডেট না করার অভিযোগ কমিশনের বিরুদ্ধে ।

তবে শুক্রবার এসএসসি অফিসের সামনে টানা চারদিন অবস্থানে থাকার পর অবস্থান তুলে নেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তখন তাদের দাবি ছিল, অবিলম্বে যে সমস্ত শিক্ষকদের নামের তালিকা থেকে নাম বাদ পড়েছে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে।

তবে তবে তার আগে থেকেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছিল এসএসসি। পরবর্তী সময় সেই নামের তালিকা আবার সংশোধন হয়। সেখানে বাদ যাওয়া যোগ্য শিক্ষকদের নাম নতুন করে যোগ করা হয়।

আরও পড়ুন:- SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন