রক্ষকই ভক্ষক! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি CRPF জওয়ানের। বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার গ্রেফতার CRPF জওয়ান। পাকিস্তানের কাছে তথ্য পাচার করছিল সেই জওয়ান। এই অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA তাকে গ্রেফতার করে।

ধৃতের নাম মোতি রাম জাঠ। অভিযোগ, ওই জওয়ান পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করত। সেটাও সেই ২০২৩ সাল থেকে। পাকিস্তানের একাধিক আধিকারিকের সঙ্গে তার সরাসরি সম্পর্ক ছিল বলেও দাবি তদন্তকারীদের। ধৃত ব্যক্তির সঙ্গে পাকিস্তানের আর্থিক লেনদেন ছিল বলেও জানা যায়।

মতিরামকে ইতিমধ্যে জেরা শুরু করেছেন গোয়েন্দারা। তাকে ৬ জুন পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। সূত্রের খবর, দিল্লি থেকে গ্রেফতারের পরই মতি রামের জেরা শুরু হয়েছে। জেরায় একাধিক তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ওই জওয়ান কীভাবে পাকিস্তানের সঙ্গে জড়িয়ে পড়ল, কোনও তথ্য শেয়ার করেছে কি না, কত টাকার লেনদেন হয়েছে, কীভাবে টাকা আসত, আরও কেউ জড়িত রয়েছে কি না এই সব উত্তর জানার জন্য প্রশ্ন করছেন আধিকারিকরা।

এদিকে এই ঘটনার পরই ধৃতকে চাকরি থেকে বরখাস্ত করে CRPF কর্তৃপক্ষ। তাদের তরফে বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে একযোগে সিআরপিএফ কর্মীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের উপর নজরদারি চালানোর সময় ঘটনা প্রকাশ্য়ে আসে। একজন  জওয়ান নিয়ম ভেঙেছে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আরও তদন্তের জন্য ওই ব্যক্তিকে জেরা করছে NIA। ভারতীয় সংবিধানের প্রাসঙ্গিক বিধান এবং সিআরপিএফ বিধি অনুসারে, ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা যেতে পারে।

এর আগে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে গ্রেফতার করা হয়। জ্যোতি পাকিস্তানে গিয়েছিল। তার কাছ থেকে সন্দেহভাজন তথ্য়ও মেলে। তাকে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। জ্যোতির সঙ্গে পাক গুপ্তচরের কথাবার্তা হত বলেও খবর।

আরও পড়ুন:- তাপপ্রবাহে হিটস্ট্রোক হলে দ্রুত কী করবেন ? রেহাই পেতে জেনে রাখুন কিছু টিপস

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন