রণবীরের পর ফারহা ! বলিউডে ‘হোলি’ নিয়ে বেফাঁস মন্তব্য

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ধর্মীয় ভাবাবেগে আঘাত হানলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান (Farah Khan)। দোল উৎসব নিয়ে করলেন বেফাঁস মন্তব্য। ফারহার বলেন, ‘হোলি ছাপড়িদের উৎসব।’ তাঁর এই মন্তব্যে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।

আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও

সম্প্রতি এক রান্নার শোয়ে হাজির ছিলেন ফারহা খান। সেখানে হোলির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘হোলি ছাপড়িদের উৎসব।’ তাঁর এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছেন বিকাশ ফটক। যিনি ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত।ইতিমধ্যেই তিনি ফারহার বিরুদ্ধে দায়ের করেছেন এইআইআর। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে বিকাশ ফটক লেখেন, ‘ফারহা খানের এই মন্তব্য সাম্প্রদায়িক। যেখানে হিন্দুধর্মের বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন উনি। যা ক্ষমার অযোগ্য। আর তাই ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় ফারহার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আমি চাই ফারহার বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?

সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার মন্তব্যের জেরে গোটা দেশজুড়েই তীব্র সমালোচনা হচ্ছে। তাঁকে নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। এবার সেই তালিকায় নাম জুড়ল ফারহা খানের।

আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন