রথযাত্রার দিন কোন কোন শুভ কাজ করবেন ? দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পুরীর শ্রীক্ষেত্র দর্শনের নাকি স্বর্গ প্রাপ্তি হয়। রথের রশিতে টান দিলে ইহকাল পরকালের সমস্ত বিপত্তি কেটে যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। এই শুভদিনে বাঙালীর শ্রেষ্ঠ উৎসবের শুভ দুর্গাপুজোর সূচনা শুরু হয়। অর্থাৎ খুঁটি পূজা করে শুভ সূচনা হয়।

তাই জেনে নিন কি কি কাজ করলে আপনার সঙ্গে সারা জীবন থাকবে শ্রী জগন্নাথের আর্শীবাদ। এই দিন শুভ কাজের আরম্ভ করা অত্যন্ত লাভদায়ক।

avilo home

১. এই দিনে আপনি গৃহপ্রবেশ করতে পারেন। খুব শুভ দিন।

২. গৃহ প্রবেশের ছাড়া এই দিন নতুন বাড়ির ভিত পুজোর কাজ শুরু করতে পারেন।

৩. রথের দিন বিভিন্ন কলকাতা সহ জেলার বারোয়ারী পুজো কমিটির খুঁটি পুজো করে থাকেন।

৪. রথযাত্রা হয় আষাঢ় মাসে। রথের দিন বৃক্ষোরোপন করা শুভ। এর ফলে পরিবেশ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

৫. গরিবদের দান ধ্যান করুন, ফলে পূণ্যলাভ হবে।

৬. কোন দোকান বা ব্যাবসা উদ্বোধন করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন।

৭. রথের দিন গঙ্গাস্নান করার রীতি প্রচলিত। তাই এই দিন গঙ্গাস্নান করুন।

ratha_puri

৭. রথের দিন গঙ্গাস্নান করার রীতি বহুদিন ধরে প্রচলিত। তাই এই দিন গঙ্গাস্নান করতে পারেন।

৮. রথের দিনে জগন্নাথ দেবের রথের রশিতে টান দিয়ে জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে উচ্চারণ করুন।

৯. রথের দিনে দরিদ্র সেবা করুন। তাদের সাথে উৎসবে মেতে উঠুন।

১০. রথের দিনে যেকোন মন্দির প্রতিষ্ঠার কাজ অত্যস্ত শুভ বলে মনে করা হয়।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন