Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– শাস্ত্রে বলছে স্নানযাত্রার ১৫ দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা৷ তার ইতিমধ্যে জগন্নাথ ধাম পুরীতে প্রস্তুতি তুঙ্গে৷ কিন্তু জানেন কি রথের দিন কিছু নিয়ম মানলে বদলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা। আপনার জন্য রইল সেই সব বিশেষ টিপস।
দেখুন একনজরে ———-
১. রথযাত্রার পুণ্য তিথিতে সংসারের উন্নতি চাইলে ভোরে ঘুম থেকে উঠুন৷ সেরে নিন গঙ্গা স্নান৷ একটি নতুন পোশাক পরুন। তবে সেটা না থাকলে কোনও সমস্যা নেই তবে শুদ্ধ বস্ত্র পরলেও চলবে।
২. গঙ্গা স্নান সেরে শিব বা বিষ্ণু মন্দিরে যান। মন্দিরে ঢুকে সামান্য ফল দান করুন। এবার ওই তিনটি ফলের একটি নিয়ে আসুন। রথযাত্রা তিথির শেষের দিকে ওই ফল কেটে পরিবারের সকলকে দিন ও নিজেও খান।
৩. আপনার ঠাকুর ঘরে যদি জগন্নাথ দেব , বলরাম , সুভদ্রার মূর্তি থাকে। তাহলে ভক্তি ভরে পূজা করুন৷ তিন দেব দেবীর মূর্তিতে ভক্তি ভরে তুলসী এবং ফুল অর্পণ করুন৷ পারলে ফুলের মালা গেঁথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার গলায় পরান৷ তিন দেব দেবীকে প্রসাদ হিসাবে গোটা ফল খেতে দিন।
৪. রথের দিন দান ধ্যান করতে কিন্তু ভুলবেন না৷ সেই দিন এলাকার গরীব মানুষ বা শিশুদের হাতে সাধ্য মতো খাবার দাবার তুলে দিন।
৫. নির্দিষ্ট সময় অনুযায়ী রাস্তায় রথ বেরোয়। টানতে না পারলে ক্ষতি নেই৷ অন্তত একবার সুযোগ বুঝে রথের রশিতে স্পর্শ করুন৷ একটি গোটা ফল রথে দিন৷ দেখবেন , আপনার ভাগ্য ফিরতে বাধ্য।
এই সব টিপস মেনে আর ভক্তি ভরে পূজা করুন দেখবেন ভালো হবে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “