রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন ! মনে পাবেন শক্তি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন ! সৃষ্টির সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তার আলোতে আলোকিত সমগ্র জীব জগৎ। সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীর মধ্যে অন্যতম হলেন সূর্য দেব। সূর্য দেব হলেন মহর্ষি কশ্যপ ও অদিতির পুত্র। আবার কিছু কিছু পুরাণ মতে তিনি দেবরাজ ইন্দ্রের পুত্র। মহা বিশ্বের কোন দেবতাকে খালি চোখে সামনে কখনো দেখা না গেলেও কিন্তু সূর্য দেবকে আমরা আকাশের দিকে তাকালেই রোজ দেখাতে পাই। সপ্তাহের ৭ দিনের মধ্যে রবিবারটা বিশেষ করে রাখা থাকে সূর্য দেবতার পূজার জন্য।

শাস্ত্রে এটাও কথিত আছে , শনি দেবের পিতা হলেন সূর্য দেব। কিন্তু তার সাথে তিনি যমরাজ ও যমুনা দেবীর পিতাও বটে। সূর্যলোকে থাকা মহান সূর্যদেবকেও কিন্তু ১ বার শনিদেব তাঁর কুদৃষ্টি দিয়েছিলেন। তবে হিন্দু শাস্ত্র  মতে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা হিসাবে সূর্য দেবকে মান্য ও পূজা করা হয়। আবার সৃষ্টির সমস্ত শক্তির উৎস বলে মনে করা হয় সূর্য দেবকে।

আরো পড়ুন :- কেমন যাবে আজকের দিন ? দেখুন রাশিফল

তাই তার আশীর্বাদ পেতে প্রতি রবিবার স্নানের পর পাঠ করুন এই মন্ত্র —

সূর্য প্রণাম মন্ত্র হল—– ”ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।

সূর্য পূজার অর্ঘ্য দানের জলে কোন চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না। স্নান না সেরে সূর্য পূজা করা উচিত নয়।

Highlights

1. রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন !

2. স্নান না সেরে সূর্য পূজা করা উচিত নয়

#সূর্য #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন