রবি থেকেই ফের দুর্যোগ, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরে, জন্মাষ্ঠমীতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?    

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : জন্মাষ্টমীর সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় রোদ ঝলমলে আকাশ হলেও উত্তরের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কেমন থাকবে রাজ্যের দুই বঙ্গের আবহাওয়া ?

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। পাহাড় তরাই ডুয়ার্সের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে রবি ও সোমবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কাও থেকে যাচ্ছে।

অপরদিকে, শনিবার দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। এই দু’দিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি বাড়বে। শনিবার কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ওডিশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে রয়েছে। তাই শনিবার উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা নেই। বুধবার পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে তার প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন