Bangla News Dunia, Pallab : দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) বিয়ে করতেই সমস্ত রাগ যেন নিমেষে উধাও। গত ২৮ দিন আগে যাদের বাদানুবাদে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, আজ তাঁদের মধ্যে আর রাগ নেই! কোন জাদুবলে এমনটা হল? না কোনও জাদুতে নয়, শুধু পুরোনো কথা মনে রাখতে চান না এই তৃণমূল নেত্রী।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
ঘটনা বিশদে জানতে হলে, আমাদের পিছিয়ে যেতে হবে ২৮ দিন আগে। খড়গপুরে রাস্তার উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের মহিলা ব্রিগেডের বিক্ষোভের মুখে মেজাজ হারিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তৃণমূল কর্মী প্রীতি কারারদের ‘বাপবাপান্ত’ বলে কথা বলেছিলেন দিলীপ ঘোষ। পালটা তাঁকে শুনতে হয়েছিল, ‘গলা টিপে দেব’ হুংকার। সেই ছবি আজ বদলেছে। কারণ দিলীপ আজ বিবাহিত। বিজেপি নেতার উপর সেই রাগ, ক্ষোভও আর পুষে রাখেননি তৃণমূলের প্রীতি। শনিবার বিকেলে দিলীপ ঘোষ খড়গপুর গেলে নতুন জীবনের জন্য ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে চান তৃণমূল কর্মী।
এদিন বিকেলে খড়গপুরে যাওয়ার কথা দিলীপ ঘোষের। এ প্রসঙ্গে তৃণমূল কর্মী প্রীতি বলেন, ‘উনি এলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাব। তবে দল যদি অনুমতি দেয় তবেই যাব। আশা করি, মহিলাদের গলায় আর পা তুলে দেব বলবেন না উনি। এবার হয়তো মহিলাদের সম্মান করবেন…।’ তবে সবটাই করবো দলের অনুমতি নিয়ে।অন্যদিকে, সে দিনের ঘটনার কথা আর মনে রাখতে চায় না তৃণমূলের মহিলা ব্রিগেড (TMC’s Women Brigade)। তাঁদের মতে, ‘ওঁর বিবাহিত জীবন সুখের হোক।’
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন