রাজতন্ত্র-হিন্দুরাষ্ট্রের দাবিতে আন্দোলনে উত্তাল নেপাল, দাবি ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণা করা হোক

By Bangla News Dunia Dinesh

Published on:

nepal protest 2025

Bangla News Dunia, দীনেশ : রাজতন্ত্র ফেরানো ও হিন্দুরাষ্ট্রের দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তাল নেপাল। শুক্রবার কাঠমান্ডু এবং সংলগ্ন এলাকায় রাজা জ্ঞানেন্দ্রের সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। অভিযোগ, একাধিক সরকারি ভবন ভাঙচুরের পাশাপাশি যানবাহন, বিভিন্ন শপিং মল ও দোকানে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এই অশান্তির পর ১০৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী সহ বিভিন্ন শহরে কার্ফিউ জারি করা হয়েছে। শনিবারও চলছে সেনার টহল।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

২০০৮ সালে মাওবাদীদের সঙ্গে রফার পর নেপালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান হয়। নির্বাচিত করা হয় আইনসভার সদস্যদের। নেপালের শেষ রাজা ৭৭ বছরের জ্ঞানেন্দ্র সাধারণ মানুষের মতোই কাঠমাণ্ডুতে জীবনযাপন করেন। ২০১৫ সালে সেদেশে অনুমোদিত হয় নতুন ‘ধর্মনিরপেক্ষ’ সংবিধান। তবে রাজতন্ত্রের অবসান ঘটলেও রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটেনি নেপালে। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ১৪টি সরকার বদল হয়েছে। থমকে গিয়েছে নেপালের অর্থনৈতিক অগ্রগতি। এমন পরিস্থিতিতে দেশটির নাগরিকরা দাবি তুলেছেন নেপালকে আবার ‘হিন্দুরাষ্ট্র’ ঘোষণা করা হোক।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন