Bangla News Dunia, Pallab : সপ্তাহ জুড়ে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলায়।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। অন্যদিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলা গুলিতে। এই তিন জেলায় ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছোতে পারে। বজ্রপাত এবং ঝড়বৃষ্টির সময়ে যথাসম্ভব বাড়ির ভিতরে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।
মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। মঙ্গলবার ঝড়বৃষ্টি সামান্য কমলেও বুধবার থেকে নতুন করে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায়। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রায় খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই।
অন্যদিকে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও (North Bengal)। উত্তরের আট জেলাতেই রবিবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। আপাতত উত্তরেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন