রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কী বলছে ওয়েদার রিপোর্ট ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রভাব বাড়বে আগামীকাল, রবিবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে। আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

উত্তরবঙ্গে (North Bengal Weather Update) উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে শনিবার ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। সোমবার থেকে বৃষ্টি ও ঝড়ের প্রভাব কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় চলবে বুধবার পর্যন্ত।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) চার-পাঁচ জেলায় এদিন ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। রবিবার ৯ থেকে ১০ জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে বিকেল বা রাতের দিকে। ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন