রাজ্যের আর্জি খারিজ, অনিকেতদের বদলি-মামলা শুনবে হাইকোর্টই

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আরজি করের জুনিয়র ডাক্তারদের বদলি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT) নয়, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের বদলি সংক্রান্ত মামলার শুনানি হবে হাইকোর্টেই। এই রায়ে আপাতত স্বস্তিতে অনিকেত এবং তাঁর সহকর্মীরা।

আরও পড়ুন : পেনশন না থাকলেও দুশ্চিন্তা নেই, LIC-এর এই ৪ স্কিম নিশ্চিত করবে অবসর জীবন

আরজি কর আন্দোলনে যুক্ত তিন চিকিৎসকের বদলি নিয়ে বিতর্ক দানা বেধেছিল। দেবাশিস হালদারকে মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতাল, আরজি কর থেকে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও আসফাকুল্লাকে পুরুলিয়ায় পাঠানো হয়। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেতরা। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা যেহেতু আরজি কর আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, সে কারণেই তাঁদের বদলি করা হয়েছে।

অন্যদিকে, আদালতে রাজ্যের বক্তব্য, অনিকেতরা সরকারি কর্মী। রাজ্য সরকার তাঁদের বেতন দেয়। তাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কাছে এই মামলা পাঠানো হোক। এদিন হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়ে দেন, মামলা হাইকোর্টেই চলবে এবং যাবতীয় শুনানি এই বেঞ্চেই হবে। এ ধরনের ক্ষেত্রে রাজ্যের আরও বেশি সতর্ক হওয়া উচিত, পর্যবেক্ষণ বিচারপতি বসুর।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন