রাজ্যের কর্মীদের বেতন নির্ধারণ করবে কেন্দ্রের ফিটমেন্ট ফ্যাক্টর ? অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে যে আলোচনা চলছে, তার ঢেউ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। কারণ ঐতিহাসিকভাবে দেখা গেছে, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরি হয়। বিশেষ করে, যে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করে কেন্দ্রের কর্মীদের বেতন বৃদ্ধি পায়, রাজ্যও সাধারণত সেই পথেই হাঁটে। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী।

ফিটমেন্ট ফ্যাক্টর কেন রাজ্যের জন্য এত গুরুত্বপূর্ণ?

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক যা কর্মীদের পুরনো বেসিক পে-এর সাথে গুণ করে নতুন বেসিক পে নির্ধারণ করা হয়। বর্তমানে কেন্দ্রীয় হারে এই ফ্যাক্টরটি হল ২.৫৭। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সাধারণত কেন্দ্রের দেখানো পথ অনুসরণ করে, তাই অষ্টম বেতন কমিশনে কেন্দ্রের ফিটমেন্ট ফ্যাক্টর যা নির্ধারিত হবে, রাজ্যের কর্মীদের বেতন বৃদ্ধিতেও তার সরাসরি প্রভাব পড়বে। এই ফ্যাক্টর শুধুমাত্র মূল বেতনই নয়, মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং অবসরকালীন পেনশনও নির্ধারণ করে। তাই এর গুরুত্ব অপরিসীম।

কেন্দ্রের প্রস্তাব এবং রাজ্যের সম্ভাব্য বেতন বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় স্তরে কর্মীদের ন্যূনতম বেসিক পে ₹১৮,০০০ থেকে বাড়িয়ে ₹২৬,০০০ করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবকে কেন্দ্র করে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ থেকে ১.৯-এর মধ্যে থাকতে পারে।

যদি কেন্দ্র এই ফ্যাক্টর চূড়ান্ত করে এবং রাজ্য সরকারও তা অনুসরণ করে, তাহলে রাজ্যের কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। উদাহরণস্বরূপ:

  • যদি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ হয়, তাহলে রাজ্যের কোনো কর্মীর বর্তমান বেসিক পে ₹২০,০০০ হলে তা বেড়ে দাঁড়াবে ₹৩৬,০০০
  • আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯ হয়, তাহলে ওই একই কর্মীর বেসিক পে বেড়ে হবে ₹৩৮,০০০

এই বিশ্লেষণ থেকেই স্পষ্ট যে, কেন্দ্রের একটি সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে।

যদিও রাজ্য সরকার নিজস্ব বেতন কমিশন গঠন করতে পারে, কিন্তু অতীত ইতিহাস বলছে কেন্দ্রকে অনুসরণ করার সম্ভাবনাই বেশি। তাই অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, সেই খবরের দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রের চূড়ান্ত ঘোষণার পরেই রাজ্যের কর্মীদের বেতন বৃদ্ধির আসল চিত্রটা পরিষ্কার হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন