রাজ্যের কর্মীদের মুখে হাসি ফুটিয়ে বেতন বৃদ্ধির (Salary Hike) ঘোষণা সামনে এল। সরকারি কর্মী -রা একত্রিত হয়ে বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন সেই কবে থেকে। তবে আগে না জানানো হলেও এবার সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়ে দিল।
WB Government Employees Salary Hike
সরকারি কর্মীদের মন রাখতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই নাকি কর্মীদের বেতন বৃদ্ধি হবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের। যা জানা যাচ্ছে, এক ধাক্কায় নাকি ১১,৯০০ টাকা বেতন বাড়তে চলেছে তাঁদের। আর তাই খুশির অন্ত রইল না তাঁদের।
রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে!
আসলে অপেক্ষার ফল মিষ্টি হল রাজ্যের সরকারি কর্মীদের জন্য। অবশেষে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে বেতন বৃদ্ধির পর এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে মন্ত্রীসভার বৈঠকে। রাজ্যে কর্মরত কিছু কর্মীর বেতন এবার এক ধাক্কায় প্রায় ১১,৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
কাদের বেতন বৃদ্ধি করা হল?
সম্প্রতি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে হিমাচল প্রদেশ সরকার। তবে মনে রাখতে হবে, সমস্ত কর্মীর কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না। বরং বিশেষ কিছু টেকনিক্যাল গ্রেডের রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কাদের বেতন বাড়ল, কত টাকা বাড়ল, আসুন সেই বিষয়ে দেখে নেওয়া যাক।
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে বেতন বৃদ্ধি হল অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টদের। এদের আগের বেতন ছিল ১৭,৮২০ টাকা। বর্তমান বেতন হয়েছে ২৫,০০০ টাকা। রেডিওগ্রাফার ও এক্স-রে টেকনিশিয়ানদেরও বেতন বৃদ্ধি হল। তাঁদের পূর্ব বেতন ছিল ১৩,১০০ টাকা। কিন্তু বর্তমান বেতন হল ২৫,০০০ টাকা। বেতন বৃদ্ধি হতে খুশির জোয়ার সরকারি কর্মী মহলে।