রাজ্যের কৃষকদের জন্য সুখবর, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হুগলি, হলদিয়া ও দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের পর পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল সার কারখানা ৷ এবার রাজ্যেই গড়ে উঠতে চলেছে নতুন এই কারখানা ৷ ভিন রাজ্য থেকে চড়া দামে আর আনতে হবে না সার ৷ সরকারের দাবি, রাজ্যের কৃষি ও শিল্পক্ষেত্রে এই উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করবে, তেমনি কৃষকরা সহজেই সার কিনতে পারবেন ৷

মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠক শেষে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানান, কৃষিকাজকে উৎসাহিত করতে এবং সঠিক সময়ে সারের জোগান নিশ্চিত করতেই এই উদ্যোগ । আগের সরকারের সময় যে কয়েকটি সারের কারখানা ছিল, সেগুলি দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে । ফলে কৃষকদের প্রায়শই সারের জন্য সমস্যায় পড়তে হয় । এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে রাজ্য সরকার । পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে WBIDC-এর অধীনে থাকা 33.182 একর জমিতে এই নতুন সার কারখানা গড়ে তোলা হবে ।

এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড । এই বিষয়ে মন্ত্রী জানান, খুব শীঘ্রই জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হবে ৷ তারপরই শুরু হবে কারখানা নির্মাণ । এই কারখানা চালু হলে রাজ্যের কৃষকদের আর বাইরের রাজ্য থেকে সার আনাতে হবে না বলে জানান তিনি ।

পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের দরজাও খুলে যাবে বলে মত সরকারের । রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কৃষি ও শিল্প—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ও শিল্প বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন:- মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন