রাজ্যের কৃষকদের ৬০০০ টাকা না পাওয়ার পিছনে, মমতাকে বিঁধলেন মোদী

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- কৃষকদের উদ্যেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী রাজ্যের মুখ্যমন্তি মমতা ব্যানার্জীকে বিঁধলেন। প্রায় এক মাস ধরে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেখানে মূলত পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরাই অংশগ্রহণ করেছেন। এই নিয়ে বিরোধী টিম রাজনীতিও কম করেনি।

তবে এই দিন কৃষকদের উদ্যেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী তীব্র বাক্যে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে।  তিনি বলেন বাংলার ৭০ লাখ কৃষক কেন্দ্রের কৃষাণ সন্মান নিধি প্রকল্পের সাথে যুক্ত হতে পারেন নি। যার ফলে এই প্রকল্পের সুবিধে তারা পাননি। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি কৃষকের খাতায় ৬০০০ টাকা যেতো , কিন্তু বাংলার বর্তমান তৃনমুল সরকার রাজনৈতিক কারণে কেন্দ্র সরকারের এই প্রকল্প বাংলায় বাস্তবায়ন করেনি।

avilo digital marketing

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের এই প্রকল্প গ্রহণ করেনি। যার ফলে রাজ্যের কৃষকরা এই টাকা থেকে বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেন আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে কিন্তু তা বলে সাধারণ মানুষের সাথে অবিচার এটা সঠিক নয়। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন মমতা ব্যানার্জী নিজের রাজ্যের কৃষকদের খেয়াল রাখে না , কিন্তু পাঞ্জাবে গিয়ে কৃষকদের আন্দোলনে অংশগ্রহণ করছেন , তাদের সাপোর্ট করছেন। এছাড়া প্রধানমন্ত্রী মোদী কেরলের প্রসঙ্গ টেনে ও কংগ্রেস ও সিপিএমকে ও বিঁধেছেন।

আরো পড়ুন :- অসমে বন্ধ হচ্ছে মাদ্রাসা ও টোল ! বিস্তারিত পড়ুন

মূলত প্রধানমন্ত্রী মোদী তার ভাষণের মাধ্যমে বিরোধীদের স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে যারা দেশের বিরুদ্ধে কাজ করবে বা যারা সরকারের ভালো কাজকে আটকাবার চেষ্টা করবে তাদের সাথে কোনো আপোষ করবেন না তিনি বা তার দল।

Highlights:-  

১. কৃষক আন্দোলন নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির। 

২. কৃষক আন্দোলন নিয়ে মমতাকে বিঁধলেন মোদী। 

#banglanews #modi #politicalnews #momota

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন