‘রাজ্যের ক্ষতিপূরণ চাই না’, জানিয়ে দিল মুর্শিদাবাদ হিংসায় নিহত পরিবার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারের ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা নিতে অস্বীকার করলেন জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার (Jafrabad Victim Family)। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মুর্শিদাবাদের (Murshidabad) ঘটনায় নিহত তিনজনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল, এই ক্ষতিপূরণ তাঁরা চান না।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

গত শুক্রবার ওয়াকফ (সংশোধনী) আইন (Waqf Law) নিয়ে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে ঘর থেকে টেনে বের করে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা প্রসঙ্গে হরগোবিন্দ দাসের মেয়ে বলেন, ‘আমরা ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাই না। যে চলে গিয়েছে তাঁকে ফিরিয়ে দিতে পারবে না এই সরকার।’ পাশাপাশি এও অভিযোগ করা হয়, পুলিশ সেদিন সময়মতো এলে বাবা ও ভাইকে হারাতে হত না। গ্রামের একাধিক বাড়ি-ঘরও ধ্বংস হত না। পরে যখন সেনাবাহিনী নিয়ে পুলিশ আসে ততক্ষণে সব শেষ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন