Bangla News Dunia, Pallab : আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? পশ্চিমবঙ্গের থেকে খেয়ে চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রাজ্যের জেলায় জেলায় চাকরি দারুন সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে আবেদন করতে পারবেন এবং জেলায় জেলায় চাকরির ও সুযোগ দেওয়া হতে চলেছে। সর্বমোট কথা হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চাকরির দারুন সুযোগ। মহিলা পুরুষ সকল চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং নূন্যতম অষ্টম থেকে উচ্চ যোগ্যতা থেকে থাকে, তাহলে এটি আপনার জন্য দারুন সুযোগ হতে চলেছে। তাহলে আর সময় নষ্ট না করে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে তুলে ধরা যাক। একে তুমি যেহেতু দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই প্রথমে একটি বিজ্ঞপ্তি শূন্য পদ এবং পরে অন্য বিজ্ঞপ্তির শূন্য পদ আলোচনা করা হলো। নিচে শূন্যপদ ও আবেদন পদ্ধতি এবং এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা করা হলো।
নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত দেওয়া হল :
- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেট ৩:- এক্ষেত্রে মোট ছয়টি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে কমপক্ষে গ্রেজুয়েট পাস করতে হবে।
- ফ্রেন্ড সুপারভাইজার বা অফিস অ্যাসিস্ট্যান্ট : এক্ষেত্রেও মোট শূন্যপদ রয়েছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে কমপক্ষে গ্রেজুয়েট পাস করতে হবে।
- সুপারভাইজার গ্রেট ৩ :এই পদের জন্য চারটি শূন্য পদ রয়েছে এবং প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস করতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার :এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে চারটি, যে কোন শাখায় গ্রাজুয়েট পাশ করে থাকলে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
- অ্যাসিস্ট্যান্ট কাম হ্যাঁ সুপারভাইজার : এক্ষেত্রে মোট দুটি শূন্য পদ রয়েছে এবং যেকোনো শাখায় গ্রেজুয়েট পাশ প্রার্থীরা আবেদন জানাতে পারবেন
- সিনিয়র সেলসম্যান বা সেলস গার্ল :এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ এবং শূন্য পদ রয়েছে দশটি।
- সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট : এক্ষেত্রে শূন্য পদ রয়েছে তিনটি এবং কমার্সে গ্যাজুয়েট পাশ প্রার্থীর আবেদন জানাতে পারবেন।
- ক্লার্ক কম ক্যাশিয়ার : এই পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে স্নাতক পাস করতে হবে এবং এই পদের জন্য নির্ধারিত শূন্য পদ হলো দুটি।
- কেশিয়ার কাম ক্লার্ক : এই পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টুয়েলভ পাস, এর জন্য শূন্য পথ নির্ধারণ করা আছে আটটি।
- অফিস অ্যাসিস্ট্যান্ট : এই পদের জন্য মোট শূন্য পথ রয়েছে ছয়টি এবং এক্ষেত্রে গ্রেজুয়েট, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রবৃত্তি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে
- অ্যাসিস্ট্যান্ট গ্রেট ৩ : এই পদে আবেদন করতে মোট শূন্য পদ রয়েছে নয়টি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাস।
- প্রুফ রিডার : একটি শূন্য পদে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় আবেদন করার সুযোগ দেওয়া হবে
- একাউন্টেন্ট : শূন্য পদ সংখ্যা একটি এবং এক্ষেত্রে কমার্সে গ্রেজুয়েট পাশ যোগ্যতা থাকতে হবে
- অ্যাসিস্ট্যান্ট একাউন্টে : এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা কমার্সে গ্রেজুয়েট এবং শূন্য পদে রয়েছে মোট চারটি।
- ল্যাবরেটরি এসিস্ট্যান্ট : এই পদের ক্ষেত্রে শূন্য পদ দুটি এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে সাইন্স বিভাগে গ্র্যাজুয়েট পাস
- জেনারেল ডায়েরি ওয়ার্কার : উচ্চ মাধ্যমিক পাসযোগ্য তাই ছটি শূন্য পদে পূরণ করা হবে
- ফিল্ড রিপ্রেজেন্টেটিভ ফর মার্কেটিং : এক্ষেত্রে গ্র্যাজুয়েট পাশে মোট পাঁচটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে
- অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট : কমার্সে গ্যাজুয়েট পাশ যোগ্যতায় একটি শূন্য পদ পূরণ করা হবে।
- এম আই এস অ্যাসিস্ট্যান্ট : একটি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েট পাশ হতে হবে।
- ফিল্ড সুপারভাইজার : যেকোনো শাখায় গ্রাজুয়েট পাস প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং শূন্য পদ রয়েছে আটটি।
- সিনিয়র সুপারভাইজার (প্লান্ট বিভাগ) : একটি শূন্য পদে সাইন্সে গ্রাজুয়েট পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন
- এম আই এসিস্টেন্ট এবং সাধারণ এসিস্ট্যান্ট : এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে পাঁচটি এবং এক্ষেত্রে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা হবে গ্র্যাজুয়েট কিংবা কমার্সে গ্রেজুয়েট অথবা সাইন্সে গ্রেজুয়েট পাশ প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
বয়স সীমা : যে সকল চাকরি প্রার্থীরা এ উপরোক্ত পথগুলোতে আবেদন জানাতে চাই সে সমস্ত চাকরিপ্রার্থীদের সাধারণত বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এছাড়াও প্রার্থীরা সাধারণত ৪০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। যারা ওবিসি ক্যাটাগরির সংরক্ষিত প্রার্থী তারা তিন বছরের অতিরিক্ত বয়সের ছাড় এবং যারা অন্যান্য সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করবেন তারা পাঁচ বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। এছাড়াও বয়স সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে।
Recruitment By | WB co-operative Bank Recruitment |
Posts Name | Group C and D /Various |
Qualification | Different As Per Posts |
Age Limit | 18-40 ( Age Relaxation As Per Govt Rule) |
Application Mode | Online |
Last Date Of Application | 1 march 2025 |
আবেদন পদ্ধতি :
পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে এবং উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে প্রার্থীদের প্রথমে পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর জরুরি তথ্য পূরণ করার মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পাদন করতে হবে। নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করে প্রার্থীকে ওই আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে। তবে অবশ্যই প্রার্থীকে আবেদন পত্র ফাইনাল সাবমিট করার আগে আবেদন মূল্য জমা করে নিতে হবে।
আবেদন মূল্য : এক্ষেত্রে উপরোক্ত পদগুলোতে আবেদন করতে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য আলাদা আলাদা হবে। সাধারণ ও ওবিসি প্রার্থীরা মোট ৬৫০ টাকা অনলাইন ফি জমা করার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা ২৫০ টাকা আবেদনমূল্য জমা করার মাধ্যমে আবেদন করতে পারবেন।