রাজ্যের নতুন শিল্প নীতি, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে ভারী শিল্প স্থাপনের জন্য পুরনো সমস্ত ইনসেনটিভ স্কিম বাতিল করে যুগোপযোগী নতুন শিল্প নীতি আনতে চলেছে রাজ্য সরকার । বুধবার বিধানসভায় Revocation of West Bengal Incentive Schemes and Obligation in the Nature of Grants and Incentives Bill, 2025 পেশ করেন শিল্প দফতরের মন্ত্রী শশী পাঁজা।

1993 থেকে 2013 সালের মধ্যে চালু হওয়া প্রায় 8টি ইনসেনটিভ স্কিম বাতিল করা হয়েছে ৷ একইসঙ্গে, শিল্প স্থাপনের জন্য নতুন জমি নীতির প্রয়োজনীয়তার কথাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “1957 সালে সরকার একটা জমি নিয়েছিল, আজও তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে । সিপিএম আমলে এত জমি অধিগ্রহণ হয়েছে, যার দায় আমাদের সরকারকেই বহন করতে হচ্ছে । ট্রেজারির ওপর চাপ বাড়ছে, তাই পুরনো জমি নীতি বদলাতেই হবে।”

তিনি আরও বলেন, “এখন রাজ্যে বড় শিল্প আসছে । আরও অনেক প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পও চলছে । আইটি এজেন্সির সংখ্যা অনেক বেড়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তাই আমাদের নতুন নীতি প্রয়োজন।”

পাশাপাশি কেন্দ্রীয় নীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নীতির কারণে রাজ্যের কয়লা মজুত থাকলেও স্বাধীনভাবে খনি থেকে উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “বাংলায় প্রচুর কয়লা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় নিয়মের জন্য আমরা মাইনিং করতে পারছি না। এটা বাংলার শিল্প বিকাশের পথে বাধা সৃষ্টি করছে। রাজ্য তার নিজস্ব নীতি চায়।”

নতুন শিল্প নীতির পরিকল্পনা

নতুন শিল্প ও জমি নীতি তৈরির জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিল্পের বিভিন্ন অংশীদারদের মতামত নেওয়া হবে। এক মাসের মধ্যে কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার নতুন স্কিম চালু করবে। মুখ্যমন্ত্রী জানান, “আমরা রাজ্যপালের কাছে আবেদন করছি, তিনি যেন দ্রুত এই বিল অনুমোদন করেন, যাতে নতুন শিল্প নীতির বাস্তবায়ন শুরু করা যায়।”

উল্লেখ্য, বীরভূমের দেউচা পাচামিতে কয়লা উত্তোলনের জন্য জমি অধিগ্রহণের সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন, চাকরি দেওয়ার ফলে সেই প্রতিবাদ প্রশমিত হয় এবং কাজ শুরু হয়। এই অভিজ্ঞতাকে মাথায় রেখেই রাজ্য সরকার নতুন জমি নীতির পরিকল্পনা করছে, যাতে ভবিষ্যতে শিল্প স্থাপনে কোনো জটিলতা না থাকে।

আরও পড়ুন:- সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? এই 5 নিয়ম মেনে চললেই আপনার চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না

আরও পড়ুন:- হঠাত্‍ ঔরঙ্গজেব নিয়ে কেন ‘হাওয়া গরম’ দেশে ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন